এইদিন ওয়েবডেস্ক,উত্তর দিনাজপুর,১১ ফেব্রুয়ারী : বাংলাদেশ বা পাকিস্তান নয়,এবারে খোদ পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরে ঘটল প্রতিমা ভাঙচুরের ঘটনা । শুধু দেবদেবীর প্রতিমা ভাঙচুরই নয়,রাধাকৃষ্ণ মন্দিরের রাধাদেবীর কাপড় পর্যন্ত খুলে নিয়ে পালিয়ে গেছে দুষ্কৃতীরা । এনিয়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে স্থানীয় হিন্দুদের মধ্যে । তাঁদের দাবি এই ন্যাক্কারজনক ঘটনায় যুক্ত দের অবিলম্বে গ্রেফতার করে কঠোর শাস্তির ব্যবস্থা করুক প্রশাসন ।
মিডিয়া রিপোর্ট অনুযায়ী, মুসলিম সংখ্যাগরিষ্ঠ ইসলামপুরের শিবডাঙ্গী এলাকায় একটি মা কালীর মন্দির রয়েছে । কিছু দূরে মিলন মোড় এলাকায় রয়েছদ একটি রাধা কৃষ্ণের মন্দির । এই দুটি মন্দিরেই গত বুধবার(০৮ ফেব্রুয়ারী ২০২৩) গভীর রাতে হামলা চালায় দুষ্কৃতীরা । জানা গেছে,দুটি মন্দিরেই নিয়মিত পূজার্চনা ও বাৎসরিক উৎসব হয় । ঘটনার দিন সন্ধ্যায় কালী মন্দিরের সন্ধ্যারতির পর যথারীতি দরজার তালা লাগিয়ে বাড়ি চলে যান পুরোহিত । পরের দিন সকালে এসে তিনি দেখিতে পান মন্দিরের দরজার তালা ভাঙা । এরপর তিনি ভিতরে ঢুকতেই দেখেন দেবীমূর্তি ভেঙে গুঁড়িয়ে দিয়েছে দুষ্কৃতীরা । একই দিনে রাধা কৃষ্ণের মন্দিরেও ভাঙচুর চালায় দুষ্কৃতী দল । রাধাদেবীর মূর্তির মাথা কেটে ফেলা হয়, খুলে ফেলা হয় পড়নের শাড়ি । পরের দিন সকালে এই দৃশ্য দেখে ক্ষোভে ফেটে পড়েন এলাকার হিন্দু সম্প্রদায়ের মানুষ ।।