এইদিন ওয়েবডেস্ক,ভাতার(পূর্ব বর্ধমান) ,০৫ মার্চ : দিন কয়েক আগেই ‘ভূমিপুত্র প্রার্থী চাই’ পোস্টার পড়েছিল ভাতার বিধানসভা এলাকায় । তবে ওই পোস্টার কারা দিয়েছিল তা জানা না গেলেও এই দাবি আদপে যে তৃণমূলের অভ্যন্তর থেকেই উঠেছিল তা বুঝতে বাকি ছিল না ভাতারবাসীর । শেষ পর্যন্ত ওই দাবিকেই সিলমোহর দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় । শুক্রবার তিনি পূর্ব বর্ধমান জেলার ভাতার বিধানসভা এলাকায় তৃণমূলের দাপুটে নেতা তথা ভাতার পঞ্চায়েত সমিতির ভূমি কর্মাধ্যক্ষ মানগোবিন্দ অধিকারীকে ভাতার বিধানসভার প্রার্থী ঘোষনা করলেন । আর এই ঘোষনার সঙ্গে সঙ্গেই উচ্ছ্বাসে মাতল ভাতারের তৃণমূল কর্মীরা । মানগোবিন্দ অধিকারীর সমর্থনে এদিন বিকেলে ভাতার বাজারে একটি মিছিলও বের হয় ।
ভাতার থানার এরুয়ার গ্রামের বাসিন্দা ষাটোর্ধ্ব মানগোবিন্দ অধিকারীকে ‘মানুদা’ বলেই চেনে ভাতারবাসী । দীর্ঘদিন ধরে তিনি সক্রিয় রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন । লড়াকু নেতা হিসাবে জেলা জুড়ে তাঁর পরিচিতি আছে । রাজনৈতিক জীবনের শুরুতে তিনি জাতীয় কংগ্রেসের সঙ্গে যুক্ত ছিলেন । ১৯৯৮ সালে তিনি কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেন।
বামেদের রমরমা রাজত্বের সময়েই মুলত মানগোবিন্দবাবুর নেতৃত্ব গুণেই এরুয়ার গ্রাম পঞ্চায়েত তৃণমূল কংগ্রেসের দখলে আসে । এহেন দলীয় নেতাকে এবারে ভাতার বিধানসভায় প্রার্থী করায় তৃণমূলের শীর্ষ নেতৃত্ব কার্যত মাস্টার স্ট্রোক দিল বলে মনে করছে রাজনৈতিক মহল ।
এদিন কলকাতায় নাম ঘোষনা হওয়ার পর তা বৈদ্যুতিন সংবাদ মাধ্যমে প্রচারিত হওয়ার পরেই ভাতার বাজারে দলের ব্লক কার্যলয়ে গিয়ে মানগোবিন্দ অধিকারীকে শুভেচ্ছা জানিয়ে আসেন প্রাক্তন বিধায়ক বনমালী হাজরা ।
মানগোবিন্দ অধিকারী বলেন,” দল আমাকে প্রার্থী করায় আমি কৃতজ্ঞ । উন্নয়ন দেখে মানুষ আমাদের জেতাবেন । আমি জয়ের বিষয়ে একশো শতাংশ আশাবাদী।’