এইদিন ওয়েবডেস্ক,ভাতার,০৫ মার্চ : রাজ্যস্তরের ক্যারাটে প্রতিযোগিতায় সাফল্য পেল ভাতারের ৭ প্রতিযোগী । নদীয়া জেলার কল্যাণী রথতলায় কেআরজেটিএস খেলার মাঠে আয়োজন করা হয়েছিল ৩২ তম ওপেন স্টেট সোতোকান ক্যারাটে চ্যাম্পিয়নশিপের । ফেব্রুয়ারীর ২৭ ও ২৮ তারিখ এই দুই দিন ধরে প্রতিযোগিতা চলে । রাজ্যের বিভিন্ন জেলা থেকে প্রায় ৪২২ জন প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশগ্রহন করে বলে জানা গেছে । তার মধ্যে ভাতার বাজারের ক্যারাটে ও যোগ সেন্টারের পক্ষ থেকে পাঁচ প্রতিযোগী ৫ টি স্বর্ণ পদক ও দুটি ব্রোঞ্জ পদক ছিনিয়ে আনেন । ভাতার বাজারের অপর এক সংস্থা আরজে মার্শাল আর্ট ক্লাবের দুই প্রতিযোগী একটি স্বর্ণ ও একটি ব্রোঞ্জ পদক লাভ করেন । ভাতারের প্রতিযোগীতের এই সাফল্যে গর্বিত এলাকাবাসী ।
ভাতার ক্যারাটে ও যোগ সেন্টারের কর্ণধার তথা প্রশিক্ষক শ্যামল সামন্ত জানিয়েছেন, তাঁর সংস্থার সফল প্রতিযোগীদের মধ্যে মেয়েদের অনুর্দ্ধ ১৮ গ্রুপে পুষ্পিতা মাঝি ফাইটে ও গ্রুপ কাতায় একটি করে স্বর্ণ পদক পেয়েছে । এছাড়া সে সিঙ্গেল কাতাতে একটি ব্রোঞ্জ পদক পেয়েছেন । একই বিভাগে আরতি শর্মা ও রানা দত্ত গ্রুপ কাতায় একটি করে স্বর্ণ পদক পেয়েছে । অনুর্দ্ধ ১৩ বিভাগে গ্রুপ কাতায় স্বর্ণ পদক পেয়েছে গৌরী ভট্টাচার্য । এছাড়া অনুর্দ্ধ ১৯ বিভাগে পিউস্মিতা সামন্ত একটি ব্রোঞ্জ পদক পেয়েছে ।
আরজে মার্শাল আর্ট ক্লাবের কর্ণধার তথা ওয়ার্ল্ড সোতোকান ক্যারাটে ফেডারেশনের পূর্ব বর্ধমান জেলার প্রধান শেষ ইলিয়াসউদ্দিন জানিয়েছেন, তাঁর সংস্থার দুই সফল প্রতিযোগীর মধ্যে শেখ সলমন অনুর্দ্ধ ১৭ বিভাগে কাতায় স্বর্ণ পদক পেয়েছে । অনুর্দ্ধ ১৪ বিভাগে একটি ব্রোঞ্জ পদক পেয়েছে দিপালী দাস ।
শ্যামল সামন্ত ও শেষ ইলিয়াসউদ্দিনরা জানিয়েছেন,পরবর্তী লক্ষ্য আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহন করা । সেই লক্ষ্যেই তাঁরা ছাত্রছাত্রীদের প্রশিক্ষণ দিয়ে যাচ্ছেন ।।