এইদিন ওয়েবডেস্ক,লিমা(পেরু),২২ জানুয়ারী : সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল হয়ে উঠল পেরু । শনিবার পেরুর রাজধানী লিমাতে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে খণ্ডযুদ্ধ বেধে যায় । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাস ব্যবহার করে । সংঘর্ষে অন্তত ৫০ জন নাগরিক আহত হয়েছে বলে সরকারিভাবে প্রথমে জানানো হয়েছিল । পরে পেরুর সেনাবাহিনীর প্রতিবেদন অনুযায়ী, বিক্ষোভ চলাকালীন সারা দেশে ৫৮ জন আহত হয়েছে । লিমার ঐতিহাসিক ভবনগুলোর মধ্যে একটি পুড়ে যাওয়ার পর পেরুতে বিক্ষোভ শুরু হয় বলে জানা গেছে ।
পেরুর অভ্যন্তরীণ মন্ত্রী ভিসেন্তে রোমেরো একটি বিবৃতি জারি করে জানিয়েছেন,পেরুর দক্ষিণ পুনো অঞ্চলে প্রায় ১৫০০ জন বিক্ষোভকারী ইলাভে শহরের একটি পুলিশ স্টেশনে হামলা করেছে ।
দক্ষিণ-পূর্ব পেরুর ইলাভে শহরের স্বাস্থ্য আধিকারিকরা জানিয়েছেন যে আটজন ব্যক্তিকে হাত-পা ভাঙা এবং পেটে ছিদ্র সহ আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে ।
এদিকে পেরুর বিখ্যাত পর্যটন স্থান “মাচু পিচু” ক্রমবর্ধমান সরকার বিরোধী বিক্ষোভের জেরে বন্ধ করে দেওয়া হয়েছে । শনিবার পেরুর সংস্কৃতি মন্ত্রক ঘোষণা করেছে, অস্থিরতার মধ্যে শত শত পর্যটক ইনকা দুর্গের কাছে আটকা পড়েছে । দর্শনার্থীদের নিরাপত্তার জন্য ইনকা ট্রেইল নেটওয়ার্ক এবং মাচু পিচু দুর্গ বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে বলে এক বিবৃতিতে মন্ত্রণালয় ঘোষণা করেছে ।।