এইদিন ওয়েবডেস্ক,জেনেভা,৩০ ডিসেম্বর : চীনে করোনার নতুন ঢেউ নিয়ে উদ্বেগ প্রকাশ করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। ডব্লিউএইচও-এর মহাপরিচালক ডঃ টেড্রোস আধানম ঘেব্রেইসাস স্পষ্ট ভাষায় বলেন,’করোনা নিয়ম শিথিল করার পর চীনে উদ্বেগজনক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। চীনের ক্রমবর্ধমান পরিস্থিতি নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা খুবই উদ্বিগ্ন । চীনে করোনা আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। আমরা চীনকে অনুরোধ করছি করোনা সম্পর্কে সঠিক পরিস্থিতি এবং সঠিক পরিসংখ্যান দিতে যাতে আমরা পরিস্থিতি অধ্যয়ন করতে পারি ।’
তিনি জানান,করোনায় আক্রান্তদের চিকিৎসা ও টিকা দেওয়ার জন্য ডব্লিউএইচও তার কাজ চালিয়ে যাবে । এছাড়া বিশ্বের সর্বাধিক সংখ্যক মানুষকে করোনার টিকা দেওয়ার বিষয়টি নিশ্চিত করবে হু । টুইটারে ঘেব্রেইসাস লিখেছেন যে অনেক দেশ চীনা পর্যটকদের নিষিদ্ধ করেছে । এর অন্যতম কারণ চীন করোনার প্রকৃত পরিস্থিতি সম্পর্কে প্রকৃত তথ্য দিচ্ছে না । গোটা বিশ্ব জানে চীনে করোনা পরিস্থিতি ক্রমশ খারাপ হচ্ছে । এই কারণেই সঠিক পরিসংখ্যান না থাকায় অন্যান্য দেশ সতর্কতা অবলম্বন করছে যাতে চীন থেকে আসা যাত্রীদের থেকে তাদের দেশে করোনা ভাইরাস আবার না ছড়িয়ে পড়ে ।
এদিকে চীন থেকে ইসরায়েলে আসা নাগরিকদের করোনা পরীক্ষা করার জন্য এয়ারলাইন্সগুলির কাছে সুপারিশ করেছেন ইসরায়েলের স্বাস্থ্যমন্ত্রী আরিয়েহ দেরি । এজন্য তিনি ইসরায়েলে একটি স্বেচ্ছাসেবী নমুনা কেন্দ্র স্থাপন করার জন্য পেশাদার দলকে নির্দেশ দিয়েছে । পাশাপাশি চীনা নাগরিকদের উপর নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে বিবেচনা করছে মার্কিন যুক্তরাষ্ট্র । একটি পশ্চিমি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী,ডিসেম্বরের শুরু থেকে এযাবৎ চীনে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ২৪৮ মিলিয়ন মানুষ অসুস্থ হয়ে পড়েছে, যা মোট জনসংখ্যার ১৮ শতাংশ । শুক্রবার চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন ঘোষণা করেছে যে তারা দেশের বর্তমান মহামারী সংক্রান্ত পরিস্থিতি সম্পর্কে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাথে কথা বলেছে ।
তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে আলোচনার কথা বললেও এদিকে চীনা সরকার ঘোষণা করেছে আগামী বছরের ৮ জানুয়ারী থেকে তারা দেশের সীমান্ত খুলে দেবে এবং চীনা নাগরিকদের বিদেশে যাওয়ার অনুমতি দেবে । হংকংয়ের পেশাদারদের দ্বারা পরিচালিত একটি বিজ্ঞান ভিত্তিক বুলেটিনে প্রকাশিত গবেষণা অনুসারে, চীনারা “জিরো ইনফেকশন” নীতি ত্যাগ করার সরকারের সিদ্ধান্ত তাদের প্রায় এক মিলিয়ন মানুষের মৃত্যুর কারণ হতে পারে ।।