এইদিন ওয়েবডেস্ক কাটোয়া,২৩ ফেব্রুয়ারী : গর্ভবতী মহিলাদের ভর্তি না করে ফিরিয়ে দেওয়ার ঘটনায় কাটোয়া মহকুমা হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে প্রতিবাদে সরব হল বিজেপি । মঙ্গলবার দুপুরে বিজেপির পূর্ব বর্ধমান জেলার কাটোয়া(নগর) মণ্ডলের তরফ থেকে এনিয়ে হাসপাতালের সামনে তুমুল বিক্ষোভ প্রদর্শন করা হয় । পরে ঘটনার তদন্তের দাবি জানিয়ে কাটোয়া মহকুমা হাসপাতাল সুপার ও কাটোয়া মহকুমা শাসকের কাছে স্মারকলিপি তুলে দেওয়া হয় । উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমানে বিজেপির সাংগঠনিক কাটোয়া জেলার সভাপতি কৃষ্ণ ঘোষ,কাটোয়া নগর মণ্ডল সভাপতি অনুপ বোসসহ অনান্যরা ।
কাটোয়া হাসপাতালে সিজারের পরিকাঠামো নেই,এই অজুহাত দেখিয়ে এদিন ১০ জন গর্ভবতী মহিলাকে ভর্তি না নিয়ে ফিরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ । এমনকি ওই সমস্ত আসন্ন প্রসবা মহিলাদের অন্য কোথাও ভর্তি করে সেখানে স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে প্রসব করানোর জন্য হাসপাতাল থেকে পরামর্শও দেওয়া হয় বলে অভিযোগ তুলেছেন রোগীনিদের আত্মীয়রা । শেষে বেশ কয়েকজন গর্ভবতী মহিলাকে স্থানীয় নার্সিংহোমে ভর্তি করতে বাধ্য হন বাড়ির লোকজন । এদিকে এই ঘটনার অব্যবহিত পরেই গর্ভবতী মহিলাদের ফিরিয়ে এনে কাটোয়া হাসপাতাল চিকিৎসার ব্যাবস্থা করানোর দাবিতে তুমুল বিক্ষোভ দেখান বেশ কিছু বিজেপি কর্মী । পরে বিজেপির পক্ষ থেকে কাটোয়া হাসপাতাল সুপার ও কাটোয়া মহকুমা শাসকের হাতে স্মারকলিপি তুলে দেওয়া হয় । কোনও নার্সিংহোমের সাথে গোপন আঁতাতের জেরেই এই ঘটনা ঘটেছে কিনা তা নিয়ে বিজেপির তরফ থেকে প্রশ্ন তোলা হয়েছে । এনিয়ে তদন্তের দাবি জানিয়েছে বিজেপি নেতৃত্ব ।
দেখুন ভিডিও :
বিজেপির জেলা সভাপতি কৃষ্ণ ঘোষের অভিযোগ, ‘কাটোয়া হাসপাতালের চিকিৎসকরা বলছেন হাসপাতালে সিজারের পরিকাঠামো নেই তাই এদিন কয়েকজন গর্ভবতী মহিলাকে ভর্তি নেওয়া হয়নি । অথচ সুপার বলছেন হাসপাতালের সব ঠিক আছে । যদি সব ঠিক থাকে তাহলে ওই সমস্ত গর্ভবতী মহিলাদের হাসপাতালে ভর্তি করা হল না কেন ? কেন অন্যত্র স্থানান্তরিত করা হল ? আসলে আগামী বিধানসভা নির্বাচনের জন্য টাকার দরকার । তাই কাটমানির জন্য রোগীদের নার্সিংহোমে পাঠানো হচ্ছে ।’।