এইদিন ওয়েবডেস্ক,ভাতার,২৩ ফেব্রুয়ারী : রাস্তার দু’পাশে টাঙানো বিজেপির সমস্ত পতাকা ও ব্যানার ছিঁড়ে পুড়িয়ে দিয়েছে শাসকদলের লোকজন । এই অভিযোগ তুলে মঙ্গলবার ভাতার থানার সামনে অবস্থান বিক্ষোভ ও পথ অবরোধ কর্মসূচি পালন করল বিজেপি । ভাতার ব্লকে বিজেপির ৩২,৩৩ ও ৩৪ মণ্ডলের তরফে যৌথভাবে আয়োজিত এই কর্মসূচিতে শতাধিক বিজেপি কর্মী ও সমর্থক অংশগ্রহন করেন । অন্যদিকে বিজেপির পতাকা বা ব্যানার পোড়ানোর অভিযোগ অস্বীকার করেছে শাসকদল নেতৃত্ব ।
গত সোমবার সকালে ভাতারে তৃণমূলের বাইক র্যালি ছিল । ভাতার বাজারে তৃণমূলের দলীয় কার্যলয় থেকে এই র্যালি শুরু । ওই দিন বিকেলে ভাতার বাজারে মিছিলের আয়োজন করেছিল শাসকদল নেতৃত্ব । একই দিনে জোড়া কার্যক্রম চলাকালীন তৃণমূল কর্মীরা ভাতার বাজারে বর্ধমান-কাটোয়া রাজ্য সড়ক পথের দু’ধারে বিদ্যুতের খুঁটিতে টাঙানো বিজেপির দলীয় পতাকা,ফেস্টুন ও ব্যানার খুলে পুড়িয়ে দেয় বলে অভিযোগ । এই ঘটনা ঘিরে বিজেপি কর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয় ।
তারই প্রতিবাদে ও দোষীদের চিহ্নিত করে শাস্তির দাবিতে এদিন ভাতার বাজারে দলীয় কার্যালয় থেকে একটি বড়সড় মিছিল বের করে বিজেপি । ভাতার বাজার পরিক্রমার পর মিছিলটি ভাতার থানার গেটের সামনে আসে । বিজেপি কর্মীরা থানার গেটের সামনে বসে পড়ে তুমুল বিক্ষোভ প্রদর্শন শুরু করে দেয় । পাশাপাশি চলে বর্ধমান-কাটোয়া রাজ্য সড়ক পথ অবরোধ । বেশ কিছুক্ষন ধরে বিজেপির এই কর্মসূচি চলে ।
ভাতারে বিজেপির ৩৩ নম্বর মণ্ডল সভাপতি রাজকুমার হাজরার অভিযোগ, ‘বিগত পঞ্চায়েত নির্বাচনের আগে এলাকাকে ভীত সন্ত্রস্ত করে মানুষকে ভোটাধিকার প্রয়োগ করতে দেয়নি শাসকদল । আগামী বিধানসভা নির্বাচনের আগে ফের তেমনিই পরিবেশের সৃষ্টি করতে চাইছে তারা । আমরা গনতান্ত্রিকভাবে এর জবাব দেবো ।’।