এইদিন ওয়েবডেস্ক,গান্ধীনগর,০৮ ডিসেম্বর : গুজরাটে ব্যালট পেপার ও কয়েক রাউন্ড গননা শেষে ভারতীয় জনতা পার্টির (ভারতীয় জনতা পার্টি) নিশ্চিত জয় লক্ষ্য করা যাচ্ছে । এখনো পর্যন্ত যা ফলাফল তাতে রেকর্ড আসনে জিততে চলেছে গেরুয়া শিবির । সকাল পৌনে এগারোটা পর্যন্ত গুজরাটের ১৮২ টি বিধানসভা আসনের মধ্যে ১৫১ টি আসনে এগিয়ে বিজেপি । কংগ্রেস এগিয়ে ১৯ টি আসনে । অন্যদিকে আম আদমি পার্টি ৮ এবং অন্য ৪ টি আসনে এগিয়ে রয়েছে ।
মোরবি থেকে বিজেপি প্রার্থী কান্তিলাল অমৃতিয়া মোট ১০,১৫৬ ভোটে এগিয়ে রয়েছেন । অক্টোবরে মরবি ব্রিজ ধসের সময় তিনি অনেকের জীবন বাঁচিয়েছিলেন বলে জানা গেছে। গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্রভাই প্যাটেল গুজরাটের ঘাটলোদিয়া আসনে ২৩,৭১৩ ভোটে এগিয়ে রয়েছেন । অন্যদিকে গুজরাটের জামনগর উত্তর আসন থেকে এএপি প্রার্থী কার্শনভাই কারমুর মোট ৪,৫৮২ ভোটে এগিয়ে রয়েছেন । এখানে কংগ্রেসের দ্বিতীয় এবং বিজেপির রিবাবা জাদেজা তৃতীয় স্থানে রয়েছেন ।
গুজরাটের মুখ্য নির্বাচনী কর্মকর্তা ভারতী মঙ্গলবার বলেছেন যে গুজরাটের ১৮২ টি বিধানসভা আসনের জন্য পরিদর্শক এবং সহকারী নির্বাচন কর্মকর্তা নিয়োগ করা হয়েছে। রাজ্যের ৩৬৭ টি জায়গায় ভোট গণনার জন্য নির্বাচন কমিশনের ব্যবস্থা করা হয়েছে, যার জন্য ১৮২ জন গণনা পরিদর্শক এবং ৪৯৪ জন সহকারী নির্বাচন অফিসার নিয়োগ করা হয়েছে ।।