এইদিন ওয়েবডেস্ক,নয়াদিল্লি,০৮ ডিসেম্বর : গুজরাট, হিমাচল প্রদেশ বিধানসভা নির্বাচনের ভোট গণনাও আজ বৃহস্পতিবার সকাল ৮ টায় শুরু হয়েছে । পাশাপাশি ওড়িশা, বিহার, রাজস্থান, ছত্তিশগড় এবং উত্তরপ্রদেশের ছয়টি বিধানসভা এবং একটি লোকসভা কেন্দ্রের উপনির্বাচনের ফলাফলও ঘোষণা হবে এদিন । সকাল সাড়ে ৯ টা পর্যন্ত গননায় গুজরাট ও হিমাচলে এগিয়ে আছে বিজেপি । প্রথম রাউন্ডের গননার পর গুজরাট ১৮২ টি আসনের মধ্যে ১৪২ টিতে এগিয়ে বিজেপি, কংগ্রেস ৩৯ টি, আপ ১ টিতে এগিয়ে । অন্যদিকে হিমাচল প্রদেশের ৬৮ টি আসনের মধ্যে বিজেপি এগিয়ে ৩৫ টিতে,কংগ্রেস ২৯ টিতে এগিয়ে । প্রাথমিক গননার এটা স্পষ্ট গুজরাটে ফের মোদি ঝড় দেখা দিতে চলেছে ।
এদিকে ভোট গণনার সময় যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য গণনা কেন্দ্রের চারপাশে কারফিউ বলবৎ রয়েছে । হিমাচল প্রদেশ, গুজরাট, ওড়িশা, বিহার, রাজস্থান, ছত্তিশগড় এবং উত্তর প্রদেশের ছয়টি বিধানসভা এবং একটি লোকসভা কেন্দ্রের উপনির্বাচনের জন্য মোট ১১৬ টি গণনা কেন্দ্রে আজ ভোট গণনা চলছে । সকাল ৮টায় পোস্টাল ব্যালট গণনা শুরু হবে এবং তা শেষ না হওয়া পর্যন্ত চলবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন ।।