শ্যামসুন্দর ঘোষ,পূর্বস্থলী(পূর্ব বর্ধমান),৩০ নভেম্বর : ভাগিরথীতে জাল ফেলে মাছ ধরতে গিয়ে নৌকা থেকে পড়ে গিয়ে নদীর জলে তলিয়ে গেলেন এক যুবক । বুধবার সকালে মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী থানার অন্তর্গত পাটুলি এলাকায় । নিখোঁজ যুবকের নাম উত্তম বিশ্বাস (৩২) । পাটুলি নতুনপাড়ায় তাঁর বাড়ি । খবর পেয়ে ঘটনাস্থলে আসে পূর্বস্থলী থানার পুলিশ । পরে দুপুর নাগাদ আসে বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীরা । কিন্তু তারা নদীতে স্পীডবোর্ড নামিয়ে খোঁজাখুঁজি করেও সন্ধ্যা পর্যন্ত ওই যুবকের কোনো সন্ধান পায়নি বলে জানা গেছে ।
জানা গেছে,নতুনপাড়ার বাসিন্দা উত্তম বিশ্বাসের একাধিক ব্যবসা রয়েছে । পাটুলির মহাজন পট্টিতে তাঁর একটি মুদিখানা দোকান রয়েছে । এছাড়া নিজের একটি টাটা সুমো গাড়ি ভাড়ায় খাটাতেন । পাশাপাশি মাছ ধরার জন্য একটি ছোট মোটর চালিত নৌকা রয়েছে তাঁর । প্রায়দিনই সন্ধ্যার আগে তিনি নিজের নৌকা নিয়ে ভাগিরথীতে মাছ ধরতে যেতেন ।
স্থানীয় সুত্রে জানা গেছে,মঙ্গলবার সন্ধ্যা নাগাদ গ্রামেরই এক বন্ধুকে নিয়ে ভাগিরথীতে মাছ ধরতে গিয়েছিলেন উত্তম বিশ্বাস । মাছ ধরে রাতে বাড়ি ফিরে আসেন । ফের এদিন ভোরে ওই বন্ধুকে সঙ্গে নিয়ে নদীতে মাছ ধরতে গিয়েছিলেন । নদীতে জাল ফেলে নৌকার হাল ধরেছিলেন উত্তম । এদিকে তখন নৌকায় জমা জল তুলে ফেলছিলেন তাঁর বন্ধু । সেই সময় অসুস্থ হয়ে নৌকা থেকে নদীর জলে পড়ে যান উত্তম । তাঁর বন্ধু খোঁজাখুঁজি করে কোনো সন্ধান না পেয়ে ফিরে এসে গ্রামে খবর দেয় । এরপর গ্রামবাসীদের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ ও বিপর্যয় মোকাবিলা দপ্তরের ডুবুরিরা । চলে তল্লাশি অভিযান । জানা গেছে,মাস সাতেই আগে হুগলী জেলায় বিয়ে হয়েছিল উত্তম বিশ্বাসের । বাড়িতে রয়েছেন স্ত্রী ও বাবা-মা । মর্মান্তিক এই ঘটনায় শোকস্তব্ধ পরিবার ।।