এইদিন ওয়েবডেস্ক,নয়াদিল্লি,২৬ নভেম্বর : আজ শনিবার পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকেলে(PSLV) ওশানস্যাট সিরিজের তৃতীয় প্রজন্মের উপগ্রহ ওশেনস্যাট-৩ উৎক্ষেপণ করতে চলেছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ISRO) । পিএসএলভি-সি ৫৪ (PSLV-C54) রকেটের মাধ্যমে আরও ৮ টি ন্যানো স্যাটেলাইট মহাকাশে পাঠানো হবে । শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে শনিবার সকাল ১১.৫৬ নাগাদ পিএসএলভি উৎক্ষেপনের জন্য নির্ধারিত হয়েছে বলে জানিয়েছে ইসরো ।
স্যাটেলাইটটি উত্তোলনের প্রায় ২০ মিনিট নাগাদ প্রায় ৭৪২ কিলোমিটার উচ্চতায় অরিবিট-১ এ পৌঁছানোর পরে প্রাইমারি স্যাটেলাইট ইওএস-০৬ কে আলাদা করা হবে । এরপর ৫২৮ কিলোমিটার উচ্চতায় অরবিট-২-এ প্যাসেঞ্জার পেলোডগুলিকে আলাদা করা হবে বলে মনে করা হচ্ছে । রকেটের প্রাথমিক পেলোড হল আর্থ অবজারভেশন স্যাটেলাইট ।
আটটি ন্যানো-স্যাটেলাইটের মধ্যে রয়েছে ভুটানের জন্য একটি কূটনৈতিক উপগ্রহ ন্যানো স্যাটেলাইট-২ (INS-2B), বেঙ্গালুরু-ভিত্তিক টেক স্টার্ট-আপ পিক্সেলের জন্য একটি হাইপারস্পেকট্রাল উপগ্রহ আনন্দ, ধ্রুব স্পেসের থাইবোল্ট-১ এবং থাইবোল্ট-২ এবং যুক্তরাষ্ট্রভিত্তিক স্পেসফ্লাইটের আরও চারটি উপগ্রহ রয়েছে ওই তালিকায় ।।