এইদিন ওয়েবডেস্ক,আউশগ্রাম(পূর্ব বর্ধমান),২৫ জানুয়ারী : খাবারে বিষক্রিয়ায় এক শিশুর মৃত্যু হল । অসুস্থ হয়েছেন আরও ৩ জন । মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার আউশগ্রাম-২ ব্লকের রামনগর পঞ্চায়েতের খটনগর গ্রামের পূর্বপাড়ায় । মৃত শিশুটির নাম সুপর্ণা মেটে(৭) ।রবিবার রাতে বননবগ্রাম হাসপাতালে চিকিৎসারত অবস্থাতেই তার মৃত্যু হয় বলে জানা গেছে । অসুস্থরা বর্তমানে একই হাসপাতালে চিকিৎসাধীন । সোমবার স্বাস্থ্য দফতর থেকে প্রতিনিধিদল যায় মৃত শিশুর বাড়িতে । কি থেকে বিষক্রিয়ার ঘটনাটি ঘটল তা জানার জন্য বাড়িতে খাবারের নমুনা পরীক্ষা করে জানার চেষ্টা করছেন তাঁরা ।
জানা গেছে, সুপর্ণা মেটে নামে ওই শিশুর বাবা প্রহ্লাদ মেটে রঙমিস্ত্রির কাজ করেন । মা চন্দনাদেবী গৃহবধু । তাঁদের একমাত্র সন্তান সুপর্ণা । বাবা-মা ছাড়াও সুপির্ণার এক কাকা দুর্যোধন মেটে একই বাড়িতে থাকেন ।
পরিবার সুত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে শিশুদের বাড়িতে বাঁধাকপির তরকারি ও ভাত রান্না হয়েছিল। দুপুরে খাওয়ার পর রাতের জন্য তরকারি কিছুটা রেখে দেওয়া হয়েছিল । রাতে ভাত ও আলুসিদ্ধ রান্না করা হয় । তারপর ওই দিন রাতে খাওয়াদাওয়ার পর শিশুসহ চারজনেই অসুস্থ হতে শুরু করেন । প্রতিবেশীরা জানতে পেরে রাতেই তাদের বননবগ্রাম হাসপাতালে ভর্তি করে । রবিবার সকালের দিকে শিশুটি মারা যায় । বাকি তিনজন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন ।।