এইদিন ওয়েবডেস্ক,বাঁকুড়া,২৫ জানুয়ারী : ‘বিজেপি আর তৃণমূল এই তাকের মাল ওই তাকে রাখছে । বিজেপির তাক থেকে তৃণমূলের তাকে রাখছে ৷ আবার তৃণমূলের তাক থেকে বিজেপির তাকে রাখছে । শুধু মালই নয়, কখনও কখনও একজনের বউকে আর একজনের কাছে নিয়ে যাচ্ছে । এর গার্লফ্রেন্ডকে ওর কাছে নিয়ে যাচ্ছে ।’ সোমবার বাঁকুড়ার ইন্দাসে দলীয় কর্মীসভায় যোগ দিয়ে এই ভাষাতেই শাসকদল তৃণমূল কংগ্রেস ও বিজেপিকে কটাক্ষ করলেন সিপিআইএম পলিট ব্যুরো সদস্য মহম্মদ সেলিমের ।
পাশাপাশি বিজেপি-তৃণমূলকে নিশানা করে তিনি বলেন, ‘যে আম্বানীর বিরুদ্ধে কৃষকরা লড়াই করছেন সেই মুকেশ আম্বানীর এক হাতে মোদি, অন্য হাতে মমতা। আবার এক পকেটে বিজেপি, অন্যটাতে তৃণমূল। তাই এই দুই রাজনৈতিক দল কৃষকদের স্বার্থে কোনও কথা বলছে না ।’
দিল্লিতে কৃষক আন্দোলন নিয়ে কেন্দ্রের বিজেপি সরকারের সমালোচনা করে মহম্মদ সেলিম বলেন, ‘বিজেপি সাত বছর কেন্দ্রে ক্ষমতায় আছে, কৃষকরা কেন রাজপথে ? কেন সরকার আলোচনায় বসছে না ?’
দেখুন ভিডিও :
এদিন সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মহম্মদ সেলিম অভিযোগ করেন , ‘মুকুল, মমতা, মোদি, অমিত শাহরা মতুয়া, রাজবংশী, নেপালি-গোর্খালি, মুসলমান, আদিবাসীদের নাম করে ঠকিয়েছে । কাউকে কোনও অধিকার দেয়নি । মমতা বন্দ্যোপাধ্যায় এইভাবেই জঙ্গলমহলের মানুষকে ব্যাবহার করেছিলেন । কিন্তু সেখানকার মানুষের বুনিয়াদি সমস্যার কোনও সমাধান হয়নি । একইভাবে দার্জিলিং-এর মানুষ উন্নয়নের ছিঁটেফোঁটাও পায়নি । কিন্তু বিমল গুরুং এই তাক থেকে ওই তাকে করে বেরাচ্ছেন ৷’
নাগরিকত্ব আইন প্রসঙ্গে মহম্মদ সেলিম জানান,এরাজ্যের তফশিলি, আদিবাসী, মুসলমান সম্প্রদায়ের মানুষদের সঙ্গে রাজ্যের মহিলারাও ‘আইডেন্টিটি ক্রাইসিসে’ পড়েছেন । তাঁর কথায়, আদিবাসী সম্রদায়ের মানুষ তাঁদের রীতিনীতি নিয়ে সঙ্কটে পড়েছেন । তাদের যে ধারা ছিল সেটা বিজেপি বিগড়ে দিয়ে হিন্দুত্বের নাম করে একটা খোলশের মধ্যে ঢোকাতে চাইছে বলে অভিযোগ সিপিএমের পলিটব্যুরোর এই সদস্যের ।
পাশাপাশি রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসকে আক্রমন করে মহম্মদ সেলিম বলেন, ‘১০ বছরের তৃণমূল সরকার পঞ্চায়েত কে চৌপাট করে দিয়েছে । মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি বিডিও এসডিও কে এসএমএস করছেন আর তামাশা করছেন । মানুষের যে সরকার ছিল সেটা কোথায় গেল আজ ? বলছেন দুয়ারে সরকার । জ্যোতি বসু পঞ্চায়েতি ব্যবস্থা চালু করেছিলেন । তিনি ৭৭ সালে সরকার গঠনের পর আইন করে ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা চালু করে বলেছিলেন এটা হচ্ছে সেই সরকার যেটা আপনার দুয়ারে থাকবে আপনার গ্রামে থাকবে ।’
এদিন আগাগোড়া তৃণমূল ও বিজেপিকে নিশানা করেন মহম্মদ সেলিম । তাঁর কথায়, ‘যাহা নবান্ন তাহাই ৫৬ ।’।