এইদিন ওয়েবডেস্ক,মালদা:২২ জানুয়ারি : টেন্ডার নিয়ে বেনিয়ম হচ্ছে বলে অভিযোগ তুলেছিলেন তৃণমূল কংগ্রেস শাসিত পঞ্চায়েতের তিন সদস্য । তারই জেরে প্রধান ও তাঁর অনুগামীদের সঙ্গে ওই তিন পঞ্চায়েত সদস্য ও তাঁদের অনুগামীদের মধ্যে তুমুল সংঘর্ষ বেধে গেল । ঘটনাস্থল মালদহের হরিশ্চন্দ্রপুর-২ ব্লকের দৌলতপুর গ্রাম পঞ্চায়েত কার্যালয় । দুপক্ষের অনুগামীরা একে অন্যের উপরে লোহার রড, লাঠিসোটা নিয়ে চড়াও হয় । শুরু হয় তুমুল সংঘর্ষ । এমনকি যুযুধান দু’পক্ষের লোকজন একে অপরের গলায় চাদর, মাফলার পেঁচিয়ে শ্বাসরোধ করে খুনের চেষ্টাও করে বলে অভিযোগ ।
লোহার রডের আঘাতে মাথা ফেটে যায় প্রধান ও এক সদস্যের । এদিকে ঘটনার সময় বিভিন্ন কাজে পঞ্চায়েতে এসেছিলেন বেশ কিছু গ্রামবাসী । তাঁরা খোদ প্রধান,তিন সদস্য ও তাঁদের দলবলের রনংহেদি মূর্তি দেখে পড়ি কি মরি করে বাড়ির উদ্দেশ্যে দৌড় লাগান । এদিকে এই ঘটনায় উভয়পক্ষের বেশ কয়েকজন জখম হয়েছেন বলে খবর । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ । শেষে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে ।
স্থানীয় ও পঞ্চায়েত সূত্রে খবর, হরিশ্চন্দ্রপুর-২ ব্লকের দৌলতপুর গ্রাম পঞ্চায়েতের তিন সদস্যর সঙ্গে পঞ্চায়েত প্রধানের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে মতভেদ চলছে । বৃহস্পতিবার রফিকুল ইসলামসহ আরও দুই পঞ্চায়েত সদস্য প্রধানের বিরুদ্ধে বিডিওর কাছে অভিযোগ জানাতে গিয়েছিলেন । তাঁদের অভিযোগ,সদস্যদের অন্ধকারে রেখে প্রধান একতরফাভাবে সব কাজ করে চলেছেন । বিডিওর কাছে অভিযোগ জানানোর পর তাঁরা সোজা পঞ্চায়েত কার্যালয়ে চলে যান । আর তখনই এনিয়ে প্রধানের সঙ্গে তিন সদস্যের তীব্র বাদানুবাদ শুরু হয় । তাতে উভয়পক্ষের অনুগামীরাও যোগ দেয় । তারপর বচসা থেকে সংঘর্ষ শুরু হয়ে যায় ।
দৌলতপুর পঞ্চায়েতের তিন সদস্যের অভিযোগ, টেন্ডার নিয়ে বেনিয়ম হচ্ছিল। তাই তাঁরা প্রধানের কাছে এনিয়ে অভিযোগ জানাতে গিয়েছিলেন । তাঁদের অভিযোগ তো শোনাই হয়নি উলটে অভিযোগ জানাতে যাওয়ার অপরাধে প্রধান তাঁর দলবল নিয়ে তাঁদের উপরে হামলা চালান বলে অভিযোগ। যদিও সদস্যদের বিরুদ্ধে পাল্টা হামলা ও ভাচুরের অভিুযোগ তুলেছেন প্রধান ।
বৃহস্পতিবার মালদহের হরিশ্চন্দ্রপুর-২ ব্লকের দৌলতপুর গ্রাম পঞ্চায়েতে এই ঘটনাকে ঘিরে এলাকাজুড়ে ব্যাপক উত্তেজনা ছড়ায় । এদিকে বিধানসভা ভোটের আগে দলের এই প্রকার কোন্দল প্রকাশ্যে আসায় চরম অস্বস্তিতে পড়েছে জেলা তৃণমূল নেতৃত্ব । দুপক্ষেরই এনিয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন বলে জানা গেছে। অভিযোগ খতিয়ে দেখছে পুলিশ ।।