গৌরনাথ চক্রবর্ত্তী,কাটোয়া(পূর্ব বর্ধমান),২০ জানুয়ারী : পূর্ব বর্ধমান জেলার কাটোয়া- ২ ব্লকে প্রাণী সম্পদ বিকাশ বিভাগের উদ্যোগে ও পঞ্চায়েত সমিতির সহযোগিতায় অগ্ৰদ্বীপ গ্ৰাম পঞ্চায়েত এলাকার নতুনগ্ৰামে শুরু হল প্রাণী সম্পদ বিকাশ মেলা । বুধবার এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের মৎস্য ও প্রাণীসম্পদ বিকাশ দফতরের কর্মাধ্যক্ষ মাম্পি রুদ্র । তিনি ছাড়াও উপস্থিত ছিলেন কাটোয়া-২ ব্লকের বিডিও শমীক পানিগ্ৰাহী,পঞ্চায়েত সমিতির সভানেত্রী নিষাদ সামন্ত, ব্লক প্রাণী সম্পদ বিকাশ বিভাগের আধিকারিক ডাঃ জয়কিংকর মান্না প্রমুখ।
এদিন মেলা শুরু হওয়ার আগে নতুনগ্ৰাম বারোয়ারীতলা কচিকাঁচাদের নিয়ে ছবি আঁকা,নৃত্য,কবিতা প্রভৃতি প্রতিযোগিতার আয়োজন করা হয় । প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের হাতে পুরষ্কার তুলে দেওয়া হয় । এছাড়া এদিন গরু প্রদর্শনীরও ব্যাবস্থা করা হয় । গরু পালকদের জন্য ছিল পুরষ্কারের ব্যাবস্থা । পাশাপাশি এলাকার ৩০ জন মহিলাকে দুটি করে ছাগল দেওয়া হয় । গরু ও ছাগলকে বিশেষ টিকা করণ করা হয় । এই মেলায় রয়েছে ক্যামবেল হাঁস সহ বিভিন্ন প্রজাতির পশুপাখি । বৃহস্পতিবার পর্যন্ত এই মেলা চলবে বলে জানা গেছে ।।