এইদিন ওয়েবডেস্ক,কাটোয়া,১৯ জানুয়ারী : পূর্বস্থলীতে দুষ্কৃতিদের হামলায় গুরুতর জখম হলেন দুই ভাই । মঙ্গলবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী থানার হাঁপানিয়া বাসস্ট্যান্ড এলাকায় । আহতদের নাম হাসিবুল শেখ ও রহিম শেখ । তাঁরা সহোদর ভাই । তাঁদের প্রথমে কাটোয়া মহকুমা হাসপাতালে ভর্তি করা হয় ৷ অবস্থার অবনতি হলে দু’জনকেই রাতের দিকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয় । তাঁদের অবস্থা সঙ্কটজনক । পুরনো বিবাদের জেরেই এই হামলার ঘটনা ঘটেছে বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের । পুলিশ হামলাকারীদের সন্ধান চালাচ্ছে ।
জানা গেছে,হাঁপানিয়া গ্রামের বাসিন্দা হাসিবুল ও রহিমরা ৫ ভাই । তাদের মধ্যে একজন বর্তমানে গাঁজাপাচারের মামলায় জেলবন্দি রয়েছে । এদিন হাসিবুল ও রহিম হাঁপানিয়া বাসস্ট্যান্ডে একটি চায়ের দোকানে যখন বসেছিলেন সেই সময় একদল দুস্কৃতী তাদের ওপর চড়াও হয় । দুষ্কৃতিরা খুব কাছ থেকে তাদের লক্ষ্য করে গুলি করে । বোমাও ছোড়া হয় বলে অভিযোগ ।
হাসিবুলের ছেলে সাহিদ শেখের দাবি, “আমার বাবা ও কাকা তৃণমূল করে ।যারা বাবা-কাকার উপর হামলা করেছে তারাও তৃণমূল কংগ্রেস দল করে ।এটা রাজনৈতিক কারনে হতে পারে।”
পুলিশ সুত্রে জানা গেছে, হাসিবুলের বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগে মামলা রয়েছে । তাই দুই সমাজবিরোধী গোষ্ঠীর দ্বন্দ্বের জেরেই এই ঘটনা হতে পারে বলে অনুমান পুলিশের ।।