এইদিন ওয়েবডেস্ক,বোলপুর,১০ আগস্ট : এদিন বুধবার সকাল ১১টায় কলকাতার নিজাম প্যালেসে হাজিরা দেওয়ার কথা গরুপাচার মামলায় অভিযুক্ত তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের । কিন্তু প্রতিবেদন লেখা পর্যন্ত তিনি কলকাতার উদ্দেশ্যে রওনা হননি বলে জানা গেছে । এদিকে অনুব্রতর চিকিৎসা করা বোলপুর মহকুমা হাসপাতালের চিকিত্সক ডঃ চন্দ্রনাথ অধিকারীর মন্তব্যকে কেন্দ্র করে তোলপাড় পড়ে গেছে রাজ্য জুড়ে । চন্দ্রনাথ অধিকারী দাবি করেছেন, অনুব্রত মণ্ডলের নির্দেশেই তিনি ১৪ দিনের
‘বেড রেস্ট’ লিখতে বাধ্য হয়েছেন । পাশাপাশি তিনি জানিয়েছেন,অনুব্রতকে সাদা কাগজে প্রেসক্রিপশন লিখে দেওয়ার নির্দেশ দিয়েছিলেন হাসপাতালের সুপার ডঃ বুদ্ধদেব মুর্মু । চন্দ্রনাথবাবু বলেন,’একজন সরকারী কর্মচারী হিসাবে আমি উর্ধতন কর্তৃপক্ষের নির্দেশ মানতে বাধ্য ।’ তিনি জানিয়েছেন, অনুব্রত মণ্ডলের ফিশচুলার পাশাপাশি অল্প হাইপার টেনশন ও শ্বাসকষ্ট জনিত সমস্যা আছে । এর বাইরে অন্য কোনো সমস্যা আছে বলে তিনি জানাননি ।
এদিন গরু পাচার মামলায় সিবিআইয়ের জেরা এড়াতে অনুব্রত মণ্ডল বারবার শারিরীক অসুস্থতার বাহানা করে পার পেয়ে যাওয়ায় সিবিআইয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । মঙ্গলবার এনিয়ে সংবাদ মাধ্যমের কাছে তীব্র অসন্তোষ প্রকাশ করেন শুভেন্দু ।।