এইদিন ওয়েবডেস্ক,আউশগ্রাম,১৭ জানুয়ারী : ফের বিজেপিকে ‘ঠেঙিয়ে পগার পার’ করার নিদান দিলেন বীরভূম জেলার তৃণমূলের সভাপতি অনুব্রত মণ্ডল । রবিবার পূর্ব বর্ধমান জেলার আউশগ্রামের গোপীনাথবাটি বাসস্ট্যান্ড সংলগ্ন ফুটবল মাঠে তৃণমূলের জনসভা ছিল ৷ জনসভায় অনুব্রত মন্ডল ছাড়াও উপস্থিত ছিলেন বোলপুর লোকসভা কেন্দ্রের সাংসদ অসিত মাল, আউশগ্রামের বিধায়ক অভেদানন্দ থাণ্ডার, গুসকরা পুরসভার প্রশাসকমণ্ডলীর সদস্য তথা গুসকরা শহর তৃণমূলের সভাপতি কুশল মুখোপাধ্যায় সহ ব্লক তৃণমূলের নেতৃত্ব ।
এদিন অনুব্রত মন্ডল দলীয় কর্মীদের বার্তা দেন, ‘বিজেপিকে ঠেঙিয়ে পগার পার করে দিন।ওদের কেউ বিশ্বাস করবেন না । ওরা বাংলার চরম ক্ষতি করে দেবে।’ পাশাপাশি আরএসএসকে নিশানা করে অনুব্রত মণ্ডল বলেন, ” আরএসএস নামে একটা পার্টি আছে । ওরা ঘুরে ঘুরে টাকা দিতে চাইবে। টাকা দিতে এলে নিয়ে নেবেন।কিন্তু বিজেপিকে ভোট দেবেন না।’ সেই সঙ্গে আসাদুদ্দিন ওয়াইসির দল মিমের উদ্দেশ্যে আক্রমন শানান অনুব্রত মন্ডল । তিনি বলেন, ‘মিম বলে একটা দল আছে । ওরা বিজেপির বড় দালাল । মুসলিম ভাইরা মিমকে বিশ্বাস করবেন না । মিম দলটা বিহারের সর্বনাশ করে দিয়েছে । ওরা নরেন্দ্র মোদির কাছে কয়েকশো কোটি টাকা নিয়েছে।”
জনসভায় রাজ্যসরকারের উন্নয়নের খতিয়ান তুলে ধরার পাশাপাশি বিজেপিকে আগাগোড়া নিশানা করেন অনুব্রত মণ্ডল । সেই সঙ্গে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পগুলির পাশাপাশি মুখ্যমন্ত্রীর ভূয়সী প্রশংসা করেন তিনি । অনুব্রতর কথায়,’আমাদের স্বাস্থ্যসাথী কার্ডের এই প্রকল্প বিশ্বের মধ্যে প্রথম হবে । গোটা বিশ্ব বলছে এমন মুখ্যমন্ত্রী আগে কোথাও দেখা যায়নি।” সেই সঙ্গে এরাজ্যে এন আর সি লাগু করতে দেওয়া হবে না বলে ফের জানিয়ে দেন অনুব্রত মন্ডল । তিনি বলেন,” মমতা বন্দ্যোপাধ্যায় থাকতে পশ্চিমবঙ্গে এনআরসি হতে দেবেন না।বিজেপি চেষ্টা করেও এরাজ্যে এনআরসি চালু করতে পারবে না ।’।