প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,০৮ আগষ্ট : রাজ্যের গ্রাম পঞ্চায়েত গুলি কেন্দ্রীয় প্রকল্পের কাজ সঠিক ভাবে করেছে কিনা তা খতিয়ে জেলায় জেলায় পৌছাচ্ছে কেন্দ্রীয় প্রতিনিধি দল । ঠিক এমনই সময়ে দুর্নীতি ও সরকারি প্রকল্পের টাকা তছরূপের অভিযোগ এনে গ্রাম পঞ্চায়েত অফিসের সামনে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। শুধু বিক্ষোভ দেখানোই নয়,গ্রামবাসীরা তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত প্রধানকে গ্রেপ্তারেও দাবি করেন।এই ঘটনাকে কেন্দ্র করে সোমবার দুপুরে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে পূর্ব বর্ধমানের কালনার বেগপুর গ্রাম পঞ্চায়েত অফিসের সামনে। খবর পেয়ে ব্লক প্রসাসনের আধিকারিকরা ঘটনাস্থলে পৌছান।ব্লক প্রশাসন ও পঞ্চায়েত কর্তৃপক্ষ গুরুত্ব সহকারে অভিযোগের তদন্তের নির্দেশ দিলে গ্রামবাসীরা বিক্ষোভ প্রত্যাহার করে নেয় ।
গ্রামবাসীরা বেগপুর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান শিউলি মল্লিকের বিরুদ্ধে এই প্রথম দুর্নীতি ও আর্থিক তছরুপের অভিযোগ এনে স্বোচ্চার হলেন এমনটা নয় । তাঁরা গত জুলাই মাসে কালনা ১ ব্লকের বিডিও অফিসে গিয়ে শিউলি মল্লিকের বিরুদ্ধে দুর্নীতি ও সরকারী উন্নয়ন প্রকল্পের টাকা তছরুপের অভিযোগ এনেছিলেন। এদিন ফের তাঁরা বেগপুর গ্রাম পঞ্চায়েত অফিসের সামনে বসে বিক্ষোভ দেখালেন।বিক্ষোভে অংশ নেওয়া গ্রামবাসীদের অভিযোগ, বেগপুর গ্রাম পঞ্চায়েতের পূর্বতন প্রধান শিউলি মল্লিকের সময়কালে শৌচাগার নির্মানের নামে লক্ষ-লক্ষ টাকা তছরূপ হয়েছে । এছাড়াও ড্রেন, ঢালাই রাস্তা তৈরি সহ বিভিন্ন সরকারী প্রকল্পে কয়েক কোটি টাকা তছরূপ হয়েছে। যে তছরুপ ও দুর্নীতির মূল কাণ্ডারী ছিলেন বেগপুর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান শিউলি মল্লিক।বিক্ষোভকরীদের দাবী ,“২৯ টি গ্রামের গরীব মানুষজন এখনও শৌচাগার পাননি।অথচ খাতায় কলমে দেখা যাচ্ছে তারা শৌচাগার পেয়ে গেছেন।এছাড়াও ২০১৪ থেকে ১৯ সাল পর্যন্ত অনেক ঢালাই রাস্তার পাশে ড্রেনও করেনি।তথ্য সহকারে এই বিষয়ে ব্লক প্রশাসনকে অভিযোগ জানানো হলেও প্রশাসনের কোন ব্যবস্থা আজ অবধি নেওয়া হয়নি বলে গ্রামবাসীদের অভিযোগ । তাই এদিন দুর্নীতি ও তছরুপের তদন্তের দাবির পাশাপাশি প্রাক্তন পঞ্চায়েত প্রধান শিউলি মল্লিককে গ্রেপ্তারের দাবিতেও পঞ্চায়েত অফিসের সামনে বিক্ষোভ দেখানো হয়েছে বলে গ্রামবাসীরা জানিয়েছেন ।
বেগপুর গ্রাম পঞ্চায়েতের বর্তমান প্রধান ইনচার্জ অসীম কুমার মিত্র বলেন,’বেশ কিছু গ্রামবাসী এদিন পঞ্চায়েত অফিসের সামনে অবস্থান বিক্ষোভে বসে পড়েন । বিষয়টি ব্লক প্রশাসনকে জানানো হয়।ব্লক প্রশাসনের কর্তারা বিক্ষোভকারীদের অভিযোগে বিষয়টি গুরুত্ব সহকারে দেখার আশ্বাস দিলে গ্রামবাসীরা বিক্ষোভ প্রতাহার করে নেয় ।’
প্রাক্তন প্রধান শিউলি মল্লিক যদিও সমস্ত অভিযোগ মিথ্যা বলে দাবি করেন । পাল্টা অভিযোগে তিনি বলেন,’তাঁর স্বামী তথা এলাকার তৃণমূল নেতা ইনসান মল্লিককে খুনের ঘটনায় বিচার প্রক্রিয়া শুরু হয়ে গেছে । তাই অভিযুক্তরা এখন তাঁর উপর চাপ সৃষ্টি করতে এই মিথ্যা অভিযোগ তুলে পার পাবার চেষ্টা করছে ।’এইসব করে তাঁকে দমানো যাবে না বলে শিউলি মল্লিক দাবি করেছেন । বিজেপির জেলা সহ সভাপতি সৌমরাজ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আমরা চাই কেন্দ্রীয় দল বেগপুর গ্রাম পঞ্চায়েতে যাক । কেন্দ্রীয় দল বেগপুর গ্রাম পঞ্চায়েতে গেলেই সব দুর্নীতির পর্দা ফাঁস হয়ে যাবে ।’।