এইদিন ওয়েবডেস্ক,তাইপেই সিটি,০৬ আগস্ট : চীনের সঙ্গে উত্তেজনার মাঝেই তাইওয়ানের মিসাইল প্রযুক্তিবিদ অউ ইয়াং লি-সিংয়ের রহস্যজনক মৃত্যু হল । শনিবার সকালে হোটেলের ঘরে তাঁকে মৃত অবস্থায় পাওয়া যায় । চীনের সঙ্গে উত্তেজনার মাঝেই ৫৭ বছরের অউ ইয়াং লির মৃত্যুতে রহস্য দাঁনা বেঁধেছে । যদিও তাইওয়ানের সরকার-নিয়ন্ত্রিত সেন্ট্রাল নিউজ এজেন্সি জানিয়েছে,অউ ইয়াং লি-সিং হার্ট অ্যাটাকে মারা গেছেন ।
তাইওয়ানের সামরিক বাহিনীর নিয়ন্ত্রণাধীন ন্যাশনাল চুং-শান ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির উপ-প্রধান পদে কর্মরত ছিলেন অউ ইয়াং লি-সিং । সরকারি কাজে দক্ষিণাঞ্চলীয় পিংতুং জেলা সফর করছিলেন তিনি । সেখানকার একটি হোটেলে ছিলেন তিনি । এদিন সকালে হোটেলের ঘর থেকে তাঁর মৃতদেহ উদ্ধার হয় ।
তাইওয়ানের কয়েকটি মিসাইল উৎপাদন কর্মসূচি পর্যবেক্ষণের দায়িত্ব ছিল অউ ইয়াং লি-সিং এর কাঁধে । চীনের আগ্রাসী মনোভাবের কারনে চলতি বছর পাঁচশর কাছাকাছি মিসাইল উৎপাদনের লক্ষ্যমাত্রা ঘোষণা করেছিলেন । কিন্তু তার আগেই তাঁর রহস্য মৃত্যুতে আন্তর্জাতিক মহলে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে । যদিও পরিবারের সদস্যরা জানিয়েছেন, লি-সিং দীর্ঘদিন ধরে হৃদরোগে ভূগছিলেন। তার হৃদযন্ত্রে স্টেন্ট বসানো ছিল ।।