এইদিন ওয়েবডেস্ক,চাঁচল(মালদা),০৬ আগস্ট : প্রথমে দল বেঁধে টোটোয় উঠতো দুষ্কৃতীদল । তারপর নির্জন জাগগায় গিয়ে চালকের মুখে রাসায়নিক স্প্রে করে বেঁহুশ করে টোটো নিয়ে চম্পট দিত । এভাবে এলাকার বেশ কয়েকটি টোটোকে হাপিশ করে দিয়েছে ওই চক্রটি । বেশ কয়েকটি অভিযোগও জমা পড়েছিল থানায় । অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছিল । শেষ পর্যন্ত শুক্রবার রাতে এই টোটো ছিনতাই চক্রের ৪ পান্ডাকে গ্রেফতার করতে সক্ষম হল মালদা জেলার চাঁচল থানার পুলিশ । পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম জালাদুল শেখ (৩৫)শেখ আজাবুল(২৮) শেখ মুক্তার (২৫) ও শেখ মশিম (২৫) । ধৃতদের বাড়ি মালদহের হরিশ্চন্দ্রপুর এলাকায় । ধৃতদের কাছ থেকে নেশা জাতীয় স্প্রে ও পাউডারের পাশাপাশি কিছু যন্ত্রাংশ উদ্ধার করেছে পুলিশ । শনিবার ধৃতদের চাঁচল মহকুম আদালতে তোলা হলে সকলকেই পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক ।
জানা গেছে,চাঁচল থানার জিতারপুরের বাসিন্দা শঙ্কর ওরাও নামে এক টোটো চালকের পক্ষ থেকে বৃহস্পতিবার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছিল । অভিযোগে জানানো হয়েছে, মালতীপুর থেকে জিতারপুর যাওয়ার জন্য ৩ জন শঙ্করবাবুর টোটোয় উঠেছিল । কিন্তু মালতীপুর থেকে কিছুটা দূরে একটি ফাঁকা জায়গায় গিয়ে কোনো এক অছিলায় তারা টোটোটি দাঁড় করায় । তারপর শঙ্করবাবুর মুখে নেশাজাতীয় কিছু রাসায়নিক স্প্রে করে দেয় দুষ্কৃতীরা । শঙ্করবাবু বেহুঁশ হয়ে পড়লে তাঁকে মাঠের মধ্যে ফেলে দিয়ে টোটো নিয়ে তারা চম্পট দেয় । পরে স্থানীয় লোকজনের নজরে পড়লে শঙ্করবাবুকে উদ্ধার করে চাঁচল ব্লক হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায় । কিন্তু অবস্থা গুরুতর হওয়ায় সেখান থেকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানস্তরিত করা হয় ।শঙ্কর ওরাও বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন ।
পুলিশ সুত্রে খবর,শুধু শঙ্কর ওরাওই নয়, চাঁচল থানা এলাকার গৌডহণ্ড গ্রাম পঞ্চায়েতের জিতারপুর এলাকা থেকে সাম্প্রতিক কালে একই কায়দায় একাধিক টোটো চুরি করেছে ওই চক্রটি । কখনও তারা চালকের মুখে রাসায়নিক স্প্রে করেছে অথবা মাদক মেশানো পানীয় পান করতে দিয়েছিল । এনিয়ে বেশ কয়েকটি অভিযোগও জমা পড়েছে চাঁচল থানায় । তখন থেকে বিভিন্ন সোর্স মারফত চক্রটির সন্ধান চালাচ্ছিল পুলিশ । শেষে গোপন সুত্রে খবর পেয়ে শুক্রবার রাতে চক্রের চার পান্ডাকে পুলিশ গ্রেফতার করে ।
পুলিশ জানিয়েছে,প্রাথমিক জেরায় ধৃতরা জানিয়েছে টোটো চুরির পর তারা প্রথমে গোপন আস্তানায় রেখে দিত । পরে সময় মত বিহারে পাচার করে দিত । এই চক্রের সঙ্গে আর কারা যুক্ত এবং এদের সঙ্গে আন্তরাজ্য পাচার চক্রের কোনো যোগ আছে কিনা তা জানার চেষ্টা চালানো হচ্ছে বলে জানিয়েছে পুলিশ ।।