এইদিন ওয়েবডেস্ক,নয়াদিল্লি,০৬ আগস্ট : শনিবার নয়াদিল্লির পার্লামেন্ট হাউসে সকাল ১০ টা থেকে শুরু হয়েছে উপ-রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ভোটগ্রহণ প্রক্রিয়া । ভোটগ্রহণ চলবে বিকাল ৫ টা পর্যন্ত । ভোটগ্রহণ শেষ হওয়ার পরপরই গণনা শুরু হবে । এদিন সন্ধ্যা নাগাদ জানা যাবে ফলাফল । এবারে ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স (এনডিএ) পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনখরকে প্রার্থী করেছে । অন্যদিকে বিরোধী দলগুলি প্রার্থী করেছে প্রাক্তন রাজ্যপাল এবং কংগ্রেস নেতা মার্গারেট আলভাকে ।
একক হস্তান্তরযোগ্য ভোটের মাধ্যমে আনুপাতিক প্রতিনিধিত্বের পদ্ধতি অনুসারে সংসদের উভয় কক্ষের সদস্যদের নিয়ে গঠিত ইলেক্টোরাল কলেজের সদস্যদের দ্বারা উপ-রাষ্ট্রপতি নির্বাচিত হন ।ইলেক্টোরাল কলেজ ২৪৫ জন রাজ্যসভার সদস্য এবং ৫৪৩ জন লোকসভার নির্বাচিত সদস্য নিয়ে গঠিত। প্রতিটি সদস্যের ভোটের মূল্য একই হবে অর্থাৎ ১ । গোপন ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ করা হবে ।
জগদীপ ধনকরকে সমর্থন করেছে জনতা দল (ইউনাইটেড), ওয়াইএসআরসিপি, বিএসপি, এআইএডিএমকে এবং শিবসেনার মতো আঞ্চলিক দলগুলির । অন্যদিকে আম আদমি পার্টি (এএপি), ঝাড়খণ্ড মুক্তি মোর্চা (জেএমএম) এবং তেলেঙ্গানা রাষ্ট্র সমিতি (টিআরএস) দলগুলি আলভার সমর্থন করেছে । মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস এই নির্বাচন থেকে নিজেকে দূরে রাখার সিদ্ধান্ত নিয়েছে।
ধনকর ৫১৫ টির বেশি এবং আলভার সমর্থনে ২০০ ভোট পড়তে পারে বলে অনুমান করা হচ্ছে ।
প্রসঙ্গত,উপ-রাষ্ট্রপতির মেয়াদ ৬ বছর এবং তিনি রাজ্যসভার চেয়ারম্যানও । বর্তমান উপ-রাষ্ট্রপতি এম ভেঙ্কাইয়া নাইডুর মেয়াদ ১০ আগস্ট শেষ হচ্ছে । ঠিক তার পরের দিন অর্থাৎ আগামী ১১ আগস্ট শপথ নেবেন নতুন উপরাষ্ট্রপতি ।।