প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,০৩ আগষ্ট : বজ্রপাতে মানুষের মৃত্যু মিছিল অব্যাহত পূর্ব বর্ধমানে। মঙ্গলবারের পর বুধবার একই দিনে জেলায় বজ্রপাতে ৫ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে । মৃত্যুর ঘটনা গুলি ঘটেছে জেলার কালনা ১ ও ২ ব্লক , গলসি ও মেমারি ব্লকে । প্রশাসন সূত্রে জানা গিয়েছে মৃতরা হলেন, নবকুমার ঘোষ (৫২),রিয়াজুল শেখ (৪৩) , চাঁদমণি মুর্মু (৫১), বাদল মুর্মু (৫২) ও অতনু দাস (৩৭)। মৃতদের মধ্যে নবকুমার কালনা ১ ব্লকের হাটবেলে গ্রামের বাসিন্দা। একই ব্লকের মেদগাছী গ্রামের বাসিন্দা রিয়াজুল। চাঁদমণি মুর্মুর বাড়ি কালনা ২ ব্লকের সিবারামপুর গ্রামে। বাদল মুর্মু মেরারি ১ ব্লকের গৌরীপুর ও অতনু দাস গলসি থানার স্বাতীনন্দি পঞ্চায়েতের বলগ্রামে ।মৃতদের বেশিরভাগ জনই খেতমজুর । বাকিরা কৃষিজীবী পরিবারের সদস্য । একদিনে বজ্রপাতে এতজন মানুষের মৃত্যুর ঘটনায় এলাকাবাসীর পাশাপাশি স্তম্ভিত জেলা প্রশাসনের কর্তারাও ।
বিপর্যয় ব্যাবস্থাপন দপ্তরের জেলা আধিকারিক প্রতীক বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন,গত বছর জেলায় বজ্রপাতে ৪৯ জনের মৃত্যু হয়েছিল।চলতি বছরের বুধবার পর্যন্ত জেলায় বজ্রপাতে মৃতের সংখ্যা ২৪ জনে পৌছালো। শুধুমাত্র চলতি আগষ্ট মাসের
তিনদিনে জেলার ৯ জন বাসিন্দা বজ্রপাতে মারা গেলেন।প্রতিদিন একের পর এক এইভাবে এত সংখ্যক মানুষের মৃত্যু সত্যি বেদনাদায়ক বলে প্রতীক বাবু মন্তব্য করেছেন ।।