দিব্যেন্দু রায়,ভাতার(পূর্ব বর্ধমান),২০ জুলাই : জমিতে চাষ দেওয়ার সময় ট্রাক্টরের ফালে জড়িয়ে গিয়েছিল এক কিশোর । আর তারপর শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায় তার মাথা,খণ্ডবিখণ্ড হয়ে যায় গোটা শরীর ৷ মঙ্গলবার সন্ধ্যায় পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার মান্দারবাটি গ্রামের ওই কিশোরের এই ভয়ঙ্কর পরিণতি দেখে শিউরে উঠেছে এলাকাবাসী । পুলিশ ঘাতক ট্রাক্টরটি আটক করেছে । যদিও বুধবার দুপুর পর্যন্ত এনিয়ে ভাতার নির্দিষ্ট কোনও অভিযোগ দায়ের করা হয়নি বলে জানা গেছে । একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রজু করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।
জানা গেছে, নিহত কিশোরের নাম বিদ্যুৎ মাজি(১৪)। মান্দারবাটি গ্রামের বাসিন্দা পেশায় জনমজুর তরুণ মাজি ও কল্পনা মাজির এক ছেলে এক মেয়ের মধ্যে বড় বিদ্যুৎ । ওড়গ্রাম হাই মাদ্রাসার অষ্টম শ্রেণির ছাত্র ছিল সে । বুধবার বিকেলে কয়েকজন সঙ্গীসাথীর সঙ্গে খেলার মাঠে খেলাধুলা করতে গিয়েছিল ওই কিশোর । খেলার মাঠের পাশেই জনৈক এক কৃষকের একটি জমিতে তখন রোট্যারি টিলার ট্রাকটরে চাষ দেওয়ার কাজ চলছিল । তখন খেলা ছেড়ে জমির আলে দাঁড়িয়ে জমিতে চাষ দেওয়া দেখচ্ছিল বিদ্যুৎ ও তার বন্ধুরা ।
ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন,ট্রাক্টরটি পিছনোর সময় ফালের ধাক্কায় জমিতে উলটে পড়ে বিদ্যুৎ । কিন্তু ট্রাক্টর চালকের নজরে পড়েনি । ফলে ট্রাক্ট্রের ফালের মধ্যে জড়িয়ে যায় বিদ্যুৎ । তখন বিদ্যুতের সঙ্গীরা চিৎকার করে উঠলে ট্রাক্টরটি থামিয়ে দেয় চালক । কিন্তু ততক্ষণে বিদ্যুতের মাথা থেকে শুরু করে দুই হাত ও দুই পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায় । শুধু তাই নয় টুকরো টুকরো হয়ে যায় গোটা শরীর ।
খবর পেয়ে পরিবার পরিজন ঘটনাস্থলে ছুটে আসেন । এই বীভৎস ঘটনা দেখে তাঁরা বাকরুদ্ধ হয়ে পড়েন । কাটা মুণ্ড নিয়ে হাহাকার করতে দেখা যায় কিশোরে মা ও ঠাকুমাকে । পরে খবর পেয়ে পুলিশ গিয়ে কিশোরের দেহাংশগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠায় ।।