এইদিন ওয়েবডেস্ক,মালদা,১২ জানুয়ারী : পারিবারিক অশান্তির জেরে স্ত্রীকে গলা কেটে খুনের অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে । সোমবার রাতে ঘটনাটি ঘটেছে মালদা জেলার মানিকচক থানার উগরিটোলা গ্রামে । পুলিশ জানিয়েছে মৃতার নাম চন্দনা রায় (৪০) । এই ঘটনায় মৃতার স্বামী ঝন্টু রায়কে পুলিশ গ্রেফতার করেছে বলে জানা গেছে ।
উগরিটোলা গ্রামের বাসিন্দা ঝন্টু রায় ও চন্দনাদেবীর একটি মেয়ে রয়েছে । মৃতার মেয়ে জয়শ্রী জানিয়েছে,তার বাবা বিশেষ কাজকর্ম করেন না । তার মা অতিকষ্টে সংসার চালাতো । এনিয়ে প্রায়ই তার মা-বাবার মধ্যে প্রায়ই অশান্তি হত ।
পরিবার সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যা থেকেই চন্দনাদেবী ও ঝন্টুর মধ্যে অশান্তি চলছিল । রাতের দিকে ব্যাপক বাকবিতণ্ডা শুরু হয়ে যায় । তারপর তর্কাতর্কির মাঝেই ঝন্টু তাঁর স্ত্রীর গলায় ধারাল অস্ত্রের কোপ বসিয়ে দেয় বলে অভিযোগ । চন্দনাদেবীর গলা থেকে ফিনকি দিয়ে রক্ত বেরুতে থাকে । এদিকে পাশের ঘরেই ছিল জয়শ্রী । আওয়াজ পেয়ে সে ঘটনাস্থলে ছুটে আসে । তখন সেখান থেকে চম্পট দেয় ঝন্টু । এরপর জয়শ্রীর চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে আসে । তড়িঘড়ি চন্দনাদেবীকে উদ্ধার করে মানিকচক গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় । কিন্তু শেষ রক্ষা হয়নি । খবর পেয়ে এদিন মানিকচক থানার পুলিশ গিয়ে দেহটি ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায় । পাশাপাশি অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করে পুলিশ ।।