এইদিন ওয়েবডেস্ক,হুগলি,১১ জানুয়ারী : ব্যারাকপুরের জনসভায় দেবী সীতাকে জড়িয়ে কুরুচিকর মন্তব্য করেছিলেন তৃণমূল কল্যাণ বন্দ্যোপাধ্যায় । ওই মন্তব্যের তীব্র প্রতিবাদ জানালো শিবসেনা । সোমবার হুগলি জেলার শিবসেনা নেতৃত্ব এনিয়ে সাংবাদিক সম্মেলন করে তৃণমূল সাংসদের তীব্র সমালোচনা করেন । এই মন্তব্যের জন্য সাংসদকে ক্ষমা চাইতে হবে বলে দাবি করেছে শিবসেনা নেতৃত্ব ।
প্রসঙ্গত, ব্যারাকপুরে তৃণমূলের একটি জনসভায় শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বিজেপিকে আক্রমণ করতে গিয়ে বলেছিলেন, ‘সীতা রামের কাছে গিয়ে বলেছিলেন ভাগ্যিস রাবন আমাকে হরণ করে নিয়ে গেছিলো । যদি গেরুয়া ফেট্টি পড়া তোমার ভক্তরা নিয়ে যেত তাহলে আমার অবস্থা উত্তরপ্রদেশের হাথরাসের ধর্ষিতা মেয়েটার মতো হতো।’
দেখুন ভিডিও :
এই মন্তব্যের পর বিভিন্ন মহলে তীব্র সমালোচনা মুখে পড়তে হয় তৃণমূলের এই সাংসদকে । এদিন হুগলি জেলার শিবসেনার পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন করে সাংসদ কল্যান বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যের তীব্র প্রতিবাদ করা হয় ।
এই বিষয়ে শিবসেনার হুগলি জেলার সভাপতি বিশ্মরূপ চৌধুরী বলেন, হিন্দু সংস্কৃতিকে যারা ভালোবাসেন তারা সবাই রামভক্ত । শিবসেনাও রামভক্ত । একটা নির্দিষ্ট দলকে আক্রমন করতে গিয়ে সমস্ত রামভক্তদের অপমান করেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় । আমরা এই কুরুচিপুর্ণ মন্তব্যের তীব্র ভাষায় প্রতিবাদ জানাচ্ছি ।’ পাশাপাশি তিনি বলেন, ‘
উনি তো অশ্রাব্য ভাষা বলার জন্য বিখ্যাত । যত নোংরা ভাষা উনি বলছেন তত উনি মানুষ থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছেন । আমরা এই দেবী সীতাকে নিয়ে কুরুচিকর মন্তব্য মেনে নেব না । ওনাকে ক্ষমা চাইতে হবে । তা না হলে আগামী দিনে মানুষই এর উত্তর সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে দিয়ে দেবে।’।