এইদিন ওয়েবডেস্ক,নড়াইল(বাংলাদেশ),১৯ জুন : বিজেপির বহিষ্কৃত নেত্রী নূপুর শর্মাকে প্রনাম জানিয়ে ফেসবুক পোস্ট করেছিলেন এক কলেজ ছাত্র । আর সেই অপরাধে কট্টরপন্থী মুসলিমদের রোষানলে পড়ল বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের মানুষ । কট্টরপন্থীদের হামলায় কলেজের হিন্দু শিক্ষক, পড়ুয়া,স্থানীয় বাসিন্দাসহ বেশ কয়েকজন পুলিশকর্মী আহত হয়েছে । পুড়িয়ে দেওয়া হয়েছে কলেজের ৩ শিক্ষকের মোটর সাইকেল । শনিবার বাংলাদেশের নড়াইল সদর উপজেলার মির্জাপুর আদর্শ কলেজ ক্যাম্পাসে এই ঘটনা ঘটে । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ার গ্যাসের শেল ছুড়তে হয় । এই ঘটনায় ফেসবুকে পোস্ট করা রাহুল দেব অপি নামের ওই কলেজ পড়ুয়াকে গ্রেফতার করা হলেও একজনও হামলাকারীকে ধরতে পারেনি পুলিশ । স্বভাবতই পুলিশের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠছে ।
বাংলাদেশের সংবাদ মাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে,মির্জাপুর ডিগ্রী কলেজের প্রথম বর্ষের মানবিক বিভাগের ছাত্র রাহুল দেব অপি । ফেসবুকে রাহুল দেব রায় নামে তাঁর একটি অ্যাকাউন্ট রয়েছে । দিন দুয়েক আগে তিনি নূপুর শর্মার ছবি পোস্ট করে তার ক্যাপশনে লিখেছিলেন, ‘প্রণাম নিও বস নূপুর শর্মা’, জয় শ্রী রাম’ । একই ক্লাসের ছাত্র জীবন শেখ বলেন, ‘আমরা রাহুলকে পোস্টটি মুছে দিতে বলেছিলাম কিন্তু সে আমাদের কথা শোনেনি । শনিবার কলেজে এসে বিষয়টি প্রিন্সিপালকে জানালেও তিনি সন্তোষজনক কোনো ব্যবস্থা নেননি।’
জানা গেছে,এদিকে রাহুলের ওই পোস্ট দেখে শতাধিক কট্টরপন্থী মুসলিম লোকজন শনিবার কলেজ ক্যাম্পাসে ঢুকে পড়ে । তারা রাহুলকে ধরে ব্যাপক মারধর করে । মির্জাপুর কলেজের অধ্যক্ষ স্বপন কুুমার বিশ্বাস, শিক্ষক প্রশান্ত কুমার রায় এবং অজিত কুমার বিশ্বাসের মোটরসাইকেল পুড়িয়ে দেয় ধর্মান্ধ লোকজন । এরপর বিছালী ফাঁড়ির ও সদর থানার পুলিশ আসে ঘটনাস্থলে । পুলিশ কলেজ অধ্যক্ষ ও রাহুল নামে ওই পড়ুয়াকে আটক করে থানায় নিয়ে যায় । পরে রাহুলকে গ্রেফতার করা হয়।
এই বিষয়ে নড়াইলের পুলিশ সুপার প্রবীর কুমার রায় বলেন,’ফেসবুকে স্ট্যাটাস দেওয়া যুবককে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে ওই এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে ।।