এইদিন ওয়েবডেস্ক,জম্মু-কাশ্মীর,০৯ জুন : পাকিস্থান তার ঘৃণ্য প্রচেষ্টা থেকে কিছুতেই পিছু হঠছে না । অব্যাহত রেখেছে ভারতে সন্ত্রাসবাদীদের মদত দেওয়ার কাজ । বৃহস্পতিবার ভোর ৪.১৫ নাগাদ জম্মু বিভাগের আরনিয়া সেক্টরে পাকিস্থানি ড্রোনের গতিবিধি লক্ষ্য করা গেছে । ড্রোনের আলো দেখতে পেয়ে বিএসএফ জওয়ানরা সতর্ক হয়ে যায় । তাঁরা ড্রোনটিকে লক্ষ্য করে বেশ কয়েক রাউন্ড গুলি চালায় । শেষে পাকিস্থানে ফিরে যায় ড্রোনটি ।
ভারতে সক্রিয় সন্ত্রাসবাদীদের মদত দিতে ড্রোনের মাধ্যমে ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) পাঠাচ্ছে পাকিস্থান । বিস্ফোরকগুলি বেশিরভাগ সময়ে মহাসড়কের কাছে নামানো হচ্ছে । মঙ্গলবার কানাচক এলাকায় পাওয়া আইইডিটিও জম্মু-পুঞ্চ হাইওয়ের আখনুরের কাছ থেকেই পাওয়া গেছে । গত বছরের শুরুতে আখনুর ব্রিজের কাছে হাইওয়ের কাছে একটি ছয় কেজি আইইডি পাওয়া গিয়েছিল । কয়েকদিন আগে কাঠুয়ার রাজবাগে পেলোড সহ ড্রোন পৌঁছে গিয়েছিল হাইওয়েতে । বিগত এক বছরে কাঠুয়া, আখনুর, আরনিয়া এবং সাম্বায় সীমান্তের ওপার থেকে ড্রোনের মাধ্যমে সাতটি আইইডি ও অস্ত্র পাঠানোর ঘটনা ঘটেছে । কিন্তু কোনো রিসিভারই ধরা পড়েনি ।
জম্মু-কাশ্মীর পুলিশের এক ঊর্ধ্বতন আধিকারিক জানিয়েছেন,সন্ত্রাসবাদীদের সুবিধার্থে হাইওয়ের আশপাশ এলাকাকে বেছে নিয়েছে পাকিস্থান । কারন ওই সমস্ত এলাকা থেকে বিস্ফোরক সংগ্রহ করতে এসে জঙ্গিদের কোনো সমস্যায় পড়তে হয় না । পালানোও সহজ । এদিকে মহাসড়কে যানবাহন চলাচল বেশি থাকার কারনে সন্ত্রাসবাদীদের চিহ্নিত করাও কঠিন হয়ে যায় ।।