এইদিন ওয়েবডেস্ক,গুসকরা(পূর্ব বর্ধমান), ০২ জানুয়ারী ঃ পিকনিকের সময় ঝামেলার জেরে দুই পাড়ার মধ্যে ব্যাপক উত্তেজনা ছড়াল পূর্ব বর্ধমান জেলার আউশগ্রামের গুসকরা শহরে । শনিবার দুই পাড়ার লোকজন লাঠিসোঁটা নিয়ে জড়ো হলে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায় । যদিও খবর পেয়ে প্রায় সংঘর্ষ লাগার মুখেই ঘটনাস্থলে পৌঁছে যায় গুসকরা ফাঁড়ির পুলিশ । ফলে কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি ।
স্থানীয় সূত্রে জানা গেছে,শুক্রবার বছরের প্রথম দিনে গুসকরা পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডের ধাড়াপাড়ার বাসিন্দা কয়েকজন যুবক ৩ নম্বর ওয়ার্ডের শিববাগান এলাকায় পিকনিক করতে গিয়েছিল । কিছুটা পাশেই পিকনিক করছিল আর একদল যুবক । সেই সময় কোনও কারনে দুই দলের মধ্যে ঝামেলা হয় । যদিও তখনকার মত মিটমাট হয়ে গেলেও সন্ধ্যা নাগাদ এনিয়ে ফের অশান্তি ছড়িয়ে পড়ে ।
ধারাপাড়ার বাসিন্দাদের অভিযোগ,শুক্রবার সন্ধ্যার দিকে তাদের পাড়ার তিন যুবক লাইনপাড়ের দিকে বেড়াতে গেলে ওই এলাকার বেশ কিছু লোকজন লাঠিসোঁটা নিয়ে তাদের পথ আটকায় । যদিও ওই তিনজন পিকনকে ছিল না । তা সত্ত্বেও তাদের বেদম মারধর করা হলে দেবাশীষ মির্ধা নামে এক যুবকের মাথা ফেটে যায় বলে অভিযোগ ।
জানা গেছে, এই ঘটনার জেরে এদিন ধারাপাড়ার বেশকিছু যুবক লাঠিসোঁটা নিয়ে লাইনপাড়ায় জড়ো হয় । পালটা লাঠিসোঁটা নিয়ে জড়ো হয়ে যায় লাইনপাড়ার লোকজনও । সংঘর্ষ লাগার উপক্রম হলে খবর পেয়ে পুলিশবাহিনী ঘটনাস্থলে পৌঁছে যায় । এরপর পুলিশ ধারাপাড়ার বাসিন্দাদের আশ্বাস দেয় অভিযোগ দায়ের করা হলে হামলাকারীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে । পুলিশের কাছ থেকে এই আশ্বাস পেয়ে ফিরে যায় ধাড়াপাড়ার লোকজন ।
জানা গেছে, এদিন আক্রান্তদের পক্ষ থেকে এনিয়ে থানায় অভিযোগ দায়ের করা হয় । পুলিশ অভিযুক্তদের সন্ধান চালাচ্ছে ।।