দিব্যেন্দু রায়,কাটোয়া(পূর্ব বর্ধমান),১৮ এপ্রিল : তিন বিচারকের বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ তুলে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ডাক দিল পূর্ব বর্ধমান জেলার কাটোয়া মহকুমা বার অ্যাসোসিয়েশন । অভিযোগ,আইনজীবীদের সঙ্গে নিয়মিত দুর্ব্যবহার করছেন ওই তিন বিচারক । পাশাপাশি মক্কেলদের সামনেই তাঁদের অপদস্থ করা হচ্ছে বলে অভিযোগ । এই অভিযোগ তুলে দিন কয়েক আগেই চতুর্থ জেএম আদালত বয়কট করা হয়েছিল । সোমবার থেকে তার সঙ্গে এসিজেএম, দ্বিতীয় জেএম আদালত বয়কটের ডাক দিল আইনজীবীদের সংগঠন ।
এদিন কাটোয়া মহকুমা আদালত চত্বরে একটি বিক্ষোভ সমাবেশের আয়োজন করে কাটোয়া মহকুমা বার অ্যাসোসিয়েশন । সভায় বক্তব্য রাখেন সংগঠনের সদস্যরা । কাটোয়ার মহকুমা আদালতের এসিজেএম, দ্বিতীয় জেএম এবং চতুর্থ জেএম আদালতের বিচারকের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন তাঁরা ।
কাটোয়া মহকুমা বার অ্যাসোসিয়েশনের সম্পাদক সৌমেন সরকার বলেন, ‘আজ থেকে আমরা ৩ টে কোর্ট বয়কট করেছি । এই তিন কোর্ট থেকেই আইনজীবীরা অপমানিত হয়েছেন। বিচারকদের কাছ থেকে দূর্ব্যাবহার পেয়েছি । আমরা যখন কোর্টে মামলা করতে যাচ্ছি তখন দেখা যাচ্ছে ওনারা (বিচারকরা) অদ্ভুত কিছু আদেশ দিচ্ছেন । যে আদেশ দিচ্ছেন তা ভারতের কোথাও নেই ।’ তিনি বলেন, ‘অপরাধে আমল নেওয়া (Cognizance) ছাড়াই ওয়ারেন্ট হয়ে যাচ্ছে । ভারতীয় আইনে এভাবে হয় না । যতক্ষন পর্যন্ত না চার্জশিট জমা পড়ছে তার আগে অব্দি আসামীর বেল নেওয়ার পর থেকে তার কোর্টে আসার প্রয়োজন পড়েনা । এক্ষেত্রে আইনজীবিরা তার হয়ে কোর্টে মুভ করেন । কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে অভিযুক্ত না এলেই তার বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু হয়ে যাচ্ছে। এনারা (বিচারকরা) সম্পূর্ণটাই বন্ড জুরিডিকশনে কাজ করছেন ।’ সৌমেনবাবুর অভিযোগ,’আমরা এনিয়ে আইন মোতাবেক প্রতিবাদ করলে বিচারকরা আমাদের মক্কেলের সামনেই বলছেন,’যা করেছি ঠিক করেছি,আপনারা যা করতে পারেন করে নিন ।’
এদিকে এদিন আইনজীবীদের আদালত বয়কটের ফলে চুড়ান্ত নাকাল হতে হল বিচারপ্রার্থীদের । এভাবে আইনজীবীরা টানা কর্মবিরতি চালালে পুরনো মামলাগুলির শুনানি কি করে সম্ভব হবে তা নিয়ে চিন্তায় বিভিন্ন মহল ।।