এইদিন ওয়েবডেস্ক,স্টকহোম,১৮ এপ্রিল : মাথার পাশ দিয়ে একের পর এক ইঁট, পাথর উড়ে যাওয়ার আতঙ্ক তাড়া করে বেড়াচ্ছে সুইডিশ পুলিশকে । এখন পুলিশ বিভাগে কাজ করতে গিয়ে তাঁদের প্রাণের ভয় ঢুকে গেছে । তাই তাঁরা প্রশ্ন তুলতে শুরু করেছেন দেশবাসীর মত প্রকাশের স্বাধীনতার বাড়াবাড়ি নিয়ে । সুইডেনের লিংকোপিং এবং ওরেব্রো এবং রিঙ্কেবি শহরে সাম্প্রদায়িক হিংসায় উপস্থিত থাকা পুলিশ অফিসার আলেকজান্ডার জেরেমিকের কথায়, ‘যদি একজন সহকর্মী ওই ভিড়ের মধ্যে আটকা পড়ে যেত বা পালাতে গিয়ে পড়ে যেত,তাহলে আমি পুরোপুরি নিশ্চিত যে তাকে পাথর ছুড়ে মেরে ফেলা হত । আমরা পুলিশ বাসের পিছনে লুকিয়ে পড়েছিলাম বলে প্রাণে বেঁচে যাই ।’
মোতালার এলাকার পুলিশের গ্রুপ ম্যানেজার বজর্ন বোর্গ বৃহস্পতিবার লিংকোপিং-এ হিংসা মোকাবিলার দায়িত্বে ছিলেন । তিনি বর্ণনা করেছেন কিভাবে তাঁকে এবং তাঁর সহকর্মীদের লক্ষ্য করে নিরন্তর পাথর ছুড়েছিল হামলাকারীরা । তিনি বলেন,’হামলাকারীরা গাড়িতে আগুন দিয়ে দেয় । বেশ কয়েকজন পুলিশকর্মীকে পাথরের আঘাতে তারা জখম করে । হামলা থেকে বাঁচতে আমরা পিছু হঠতে বাধ্য হই ।’ তিনি বলেন,’আমি দীর্ঘ ১৫ বছর ধরে একজন পুলিশ অফিসার হিসাবে কাজ করেছি । কিন্তু এই ধরনের চরম হিংস্রতার মুখোমুখি কখনও হইনি । একটা সময় নিজেদের বাঁচা মরা ভাগ্যের উপর ছেড়ে দিয়েছিলাম ।’
এই ধরনের পরিস্থিতির মোকাবিলা করাকে ‘অতিশক্তিশালী কাজ’ বলে বর্ণনা করে বজর্ন বোর্গ বলেন, ‘মত প্রকাশের স্বাধীনতা এবং গণতন্ত্র রক্ষা করা আমাদের কাজের অংশ । কিন্তু তা করার জন্য আমাদের জীবন ও স্বাস্থ্যের ঝুঁকি হয়ে যাচ্ছে । আমাদেরও পরিবার এবং সন্তান আছে । দিনের শেষে তারা আমাদের বাড়ি ফেরার প্রতীক্ষায় বসে থাকে ।’ বিজর্ন বোর্গের কথায়, ‘এটি(সাম্প্রদায়িকতা) একটি সামাজিক সমস্যা যা ক্রমাগত বেড়ে চলেছে । এটি রোধ করার জন্য আপনাকে সম্ভবত পুলিশ কর্তৃপক্ষের বাইরেও বেশ কিছু ব্যবস্থা নিতে হবে । তা নাহলে এইভাবেই পুলিশকে তার ফল ভুগতে হবে ।’
প্রসঙ্গত,বৃহস্পতিবার থেকে সুইডেনের বিভিন্ন শহরে ডেনিশের উগ্র ডানপন্থী রাজনীতিবিদ রাসমাস পালুদানের (Rasmus Paludan) সভা এবং পরিকল্পিত কোরআন পোড়ানোর পর দাঙ্গা শুরু হয়েছে । তারপর থেকে টানা তার জের চলছে । রবিবার ওস্টারগোটল্যান্ডে নতুন করে অশান্তি ছড়িয়ে পড়ে । পরিস্থিতি এমন পর্যায়ে যায় যে পুলিশকে বাধ্য হয়ে গুলি চালাতে হয় । গুলি লেগে বেশ কয়েকজন আহতও হয় । আহতদের নরকপিং শহরের হাসপাতালে ভর্তি করা হয় ।।