এইদিন ওয়েবডেস্ক,জেরুজালেম,১৫ এপ্রিল : শুক্রবার সকালে জেরুজালেমের আল-আকসা (Al-Aqsa mosque) মসজিদ প্রাঙ্গণে ফিলিস্তিনি বিক্ষোভকারী এবং ইসরায়েলি পুলিশ সংঘর্ষের ঘটনা ঘটল । জানা গেছে,প্যালেস্টাইন বিক্ষোভকারীরা ইসরায়েলি নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে আচমকা পাথর ছুঁড়েতে শুরু করে । তখন বিক্ষোভকারীদের লক্ষ্য করে পালটা রাবার বুলেট ছুড়তে শুরু করে ইসরায়েলি নিরাপত্তা বাহিনী । বুলেট লেগে বেশ কয়েকজন বিক্ষোভকারী আহত হয়েছে বলে খবর । তাদের মধ্যে ৭ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে । চিকিৎসকরা জানিয়েছেন,আহতদের প্রত্যেকেরই শরীরের উর্ধাংশে আঘাত লেগেছে ।
প্রসঙ্গত,আল-আকসা ইসরায়েল-অধিভুক্ত পূর্ব জেরুজালেমের মধ্যে পড়ে । এটি ইসলামের তৃতীয় পবিত্র স্থান বলে মনে করা হয় । ইহুদিদের কাছেও এটি অত্যন্ত পবিত্র স্থান । ইহুদিরা জায়গাটিকে ‘টেম্পল মাউন্ট’ বলে । আর এই স্থানকে নিয়েই ইসরায়েল-প্যালেস্টাইনের মধ্যে সংঘাতের সুত্রপাত । গত বছর রমজানের সময়, মসজিদ প্রাঙ্গণ পরিদর্শনকারী ইসরায়েলি বাহিনী এবং গাজা উপত্যকার ইসলামপন্থী শাসক হামাসের মধ্যে ১১ দিন ব্যাপী বিধ্বংসী সংঘর্ষ হয়েছিল । এই বছরের রমজানের আগে ফের সংঘর্ষে জড়াল দু’পক্ষ । এখন এই সংঘর্ষ কতদিন স্থানীয় হয় সেটাই লক্ষ্যনীয় ।।