প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,১২ এপ্রিল : রাজ্য পুলিশের এসটিএফের অভিযানে বর্ধমান স্টেশন থেকে ধরা পড়লো আন্তরাজ্য অস্ত্র পাচারকারী চক্রের এক পাণ্ডা।ধৃতের নাম টুনটুন কুমার। তাঁর বাড়ি বিহারের মুঙ্গেরের রামনগর থানার রামদিরিতে। ধৃতের কাছ থেকে তিনটি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে বলে দাবি করেছে এসটিএফ।ধৃত টুনটুন কুমার কোথায় এবং কাকে এই আগ্নেআস্ত্র সরবরাহ করেতে যাচ্ছিল খতিয়ে দেখছে বর্ধমান জিআরপি ।
এসটিএফ ও বর্ধমান জিআরপি সূত্রে জানা গিয়েছে ,বিশেষভাবে সক্ষম হওয়ার জন্য টুনটুন একজন আগ্নেআস্ত্র কারবারী বলে সন্দেহ হওয়ার কোনো অবকাশ ছিলো না।সেই সুযোগকে কাজে লাগিয়েই সে রাজ্যজুড়ে অস্ত্র কারবারের ফাঁদ পেতে ছিল। রবিবার দুপুরে আগ্নেআস্ত্র সহ বর্ধমান স্টেশনে ধরা পড়ে অস্ত্র কারবারী টুনটুন ।তাঁকে জেরা করেই উঠে আসে চাঞ্চল্যকর নানা তথ্য ।
ধৃতকে জেরা করে এসটিএফের কর্তারা জানতে পারেন , বিহারের মুঙ্গের থেকে অস্ত্র এনে টুনটুন এই রাজ্যের বিভিন্ন জায়গায় পাচার করত। এসটিএফ ও জিআরপির তদন্তকারী অফিসাররা ধৃতকে জিজ্ঞাসাবাদ করে আরও জানতে পেরেছেন, রবিবার হুগলির ভদ্রেশ্বরে রমেশ নামে এক ব্যক্তিকে অস্ত্রের যোগান দিতেই টুনটুন এই আগ্নেয়াস্ত্র মুঙ্গের থেকে নিয়ে আসছিল।গোপন সূত্রে সেই খবর পেয়ে বর্ধমান স্টেশনে অভিযান চালিয়ে এসটিএফ টুনটুনকে হাতেনাতে ধরে। এরপরেই এসটিএফের তরফে বর্ধমান জিআরপি থানায় একটি মামলা রুজু করা হয়।সোমবার ধৃতকে পেশ করা হয় বর্ধমান আদালতে।আগ্নেআস্ত্র কারবারী চক্রের বাকিদের ও অস্ত্র ক্রেতাদের নাগাল পেতে জিআরপি ধৃত টুনটুনকে ৪ দিন নিজেদের হেফাজতে নিতে চেয়ে আদালতে আবেদন জানায়।বিচার সেই আবেদন মঞ্জুর করেন ।মঙ্গলবার থেকে জিআরপি ধৃত টুনটুনকে ম্যারথন জিজ্ঞাসাবাদ চালানো শুরু করে দিয়েছে ।।