এইদিন ওয়েবডেস্ক,কিয়েভ,১৩ এপ্রিল : চলে যাওয়ার আগে রুশ সেনারা সর্বত্র ল্যান্ড মাইন ফেলে দিয়ে গেছে- এমনই দাবি করলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি । সোমবার রাতে ফেসবুকে দেওয়া ভিডিও বার্তায় জেলেনস্কি বলেন, ‘রাশিয়ার সেনাবাহিনী চলে যাওয়ার আগে হাজার হাজার বিপজ্জনক যুদ্ধাস্ত্র ফেলে রেখে যাচ্ছে ।বিভিন্ন জায়গায় তাঁদের ফেলে যাওয়া মাইন পাওয়া যাচ্ছে। বাড়ি,রাস্তা,মাঠ প্রভৃতি যা রুশ সেনার দখলে ছিল সেই সমস্ত জায়গাগুলিতে মাইন রয়েছে । মানুষের ব্যক্তিগত জায়গা, গাড়ি কিংবা ঘরের দরজাতে পর্যন্ত মাইন রেখে গেছে তারা ।’
ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলীয় খারকিভ শহরের কর্তৃপক্ষ জানিয়েছে, তারা বিভিন্ন জায়গা থেকে মাইন সরানোর কাজ করছে । এ মাইনগুলো বিমান থেকে ফেলা হয়েছে বলে তাদের দাবি । মাইন সরানোর সময়ে স্থানীয় বাসিন্দাদের নিরাপদ দূরত্বে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে । মাইন নিষ্ক্রিয়করণের দায়িত্বে থাকা,লেফটেন্যান্ট কর্নেল নিকোলায় ওভচারুক বলেন, ‘বিস্ফোরণের জন্য মাইনগুলিতে সময় নির্দিষ্ট করে দেওয়া আছে । তাই নিষ্ক্রিয় করা না হলে নির্ধারিত সময়ে সেগুলিতে বিস্ফোরণ ঘটে বড়সড় ক্ষয়ক্ষতি হয়ে যেতে পারে ।’।