এইদিন ওয়েবডেস্ক,রাজশাহী,০৭ এপ্রিল : স্ত্রী-সন্তানকে ফেলে অষ্টম শ্রেণীর ছাত্রীকে নিয়ে পালানোর সময় পুলিশের হাতে ধরা পড়ে গেল শিক্ষক । ঘটনাটি ঘটেছে প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের রাজশাহীতে । গুনধর শিক্ষকের নাম আবদুল মোমিন । রাজশাহীর লালপুর উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের মোহরকয়া গ্রামে তার বাড়ি । পুলিশ সূত্রে জানা গেছে,বুধবার রাতে কিশোরী প্রেমিকাকে মোটরসাইকেলের পিছনে চাপিয়ে লালপুর থেকে ছাতারির দিকে যাচ্ছিলেন আবদুল মোমিন । কিন্তু বিধি বাম । কারন তখন ওই রাস্তা দিয়েই যাচ্ছিল স্থানীয় বাঘা থানার একটি টহলদারি ভ্যান । সন্দেহ হওয়ায় পুলিশকর্মীরা বাইকটি আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে । তখন মেয়েটি ঘটনার কথা সব খুলে বলে ।
জানা গেছে,শিক্ষকের কিশোরী প্রেমিকা পুলিশকে জানায় তাদের মধ্যে ভালোবাসার সম্পর্ক গড়ে উঠেছিল । শেষে তারা বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছিল । প্রথম পক্ষের স্ত্রী ও সন্তানকে ফেলে তার সঙ্গে ঘর করবে বলে কথা দিয়েছিল শিক্ষক প্রেমিক । তাই প্রেমিকের বন্ধু পাইকপাড়া গ্রামের বাসিন্দা পেশায় রাজমিস্ত্রি তসলিম উদ্দিনের সহায়তায় তারা বুধবার রাতে মোটরবাইকে করে ছাতারিতে যাচ্ছিল ।
জানা গেছে,শিক্ষক ও নাবালিকা ছাত্রীর প্রেমকাহিনী শোনার পর দু’জনকে থানায় নিয়ে আসে পুলিশ । খবর দেওয়া হয় উভয়ের বাড়িতে । তারপর রাত সাড়ে ১২টার দিকে অভিভাবকরা থানায় এসে মুচলেকা দিয়ে দু’জনকে ছাড়িয়ে নিয়ে যায় । বাঘা থানার পরিদর্শক (তদন্ত) আবদুল করিম বলেন, সংশোধনের প্রতিশ্রুতি দিয়ে তারা মুচলেকা দিলে ছেড়ে দেওয়া হয় । শিক্ষকের স্ত্রী ও কিশোরীর বাবা মা প্রতিশ্রুতি দিয়েছেন তাদের চোখে চোখে রাখবেন ।।