এইদিন ওয়েবডেস্ক,নয়াদিল্লি,২৬ মার্চ : আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই নয়াদিল্লিতে এসেছিলেন চীনের বিদেশমন্ত্রী ওয়াং ই (Chinese Foreign Minister Wang Yi) । জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (NSA) অজিত ডোভাল এবং বিদেশ মন্ত্রী এস জয়শঙ্করের সাথে দেখা করে একপ্রস্থ আলোচনাও সারেন । কিন্তু ওয়াং ই’র ইচ্ছা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করার । কিন্তু তাঁর সেই আশায় জল ঢেলে দিল পিএমও । উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের শপথ গ্রহণ অনুষ্ঠানের কারন দেখিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করার জন্য ওয়াং ই’র আবেদন প্রত্যাখ্যান করা হয় ।
প্রসঙ্গত,ভারতে আসার আগে গত বুধবার পাকিস্তানে মুসলিম দেশগুলির জোট ‘অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশন’ (ওআইসি)-র সম্মেলনে যোগ দিয়েছিলেন চিনা বিদেশমন্ত্রী ওয়াং ই । সেই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদীদের কার্যত সমর্থন করেন । এমনিতেই ২০২০ সালের ১৫ জুন গালওয়ানের সংঘর্ষের স্মৃতি এখনও ভুলতে পারেনি দেশবাসী । তার উপর কাশ্মীর নিয়ে চীনের বিদেশমন্ত্রীর ওই মন্তব্য ক্ষুব্ধ নয়াদিল্লি । ভারতের বিদেশমন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচী চীনা বিদেশমন্ত্রীর বক্তব্যকে ‘ভারতের অভ্যন্তরীণ বিষয়ে অনধিকার চর্চা’ হিসাবে বর্ণনা করে কড়া ভাষায় নিন্দা করেছিলেন । আর ওই মন্তব্যের পরিপ্রেক্ষিতেই ক্ষুব্ধ ভারত চীনা বিদেশমন্ত্রীকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করার অনুমতি দেয়নি বলে মনে করা হচ্ছে ।
যদিও এই আবহের মধ্যেই শুক্রবার দুপুরে ওয়াংয়ের সঙ্গে ঘণ্টা তিনেক বৈঠক করেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর । বৈঠক শেষে জয়শঙ্কর বলেন,’খুব ধীর গতিতে ভারত ও চীনের মধ্যে সম্পর্কের উন্নতি হচ্ছে । তবে এটি ত্বরান্বিত করতেই ওয়াং ইয়ের সঙ্গে আলোচনা হয়েছে ।’ তিনি জানান,২০২০ সালের এপ্রিলে সীমান্তে চীনের পদক্ষেপের সময় দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক প্রভাবিত হয়েছিল । সেই সঙ্গে সীমান্তে আন্তর্জাতিক চুক্তি পালনের ওপর জোর দেওয়ার কথাও বলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর । তিনি চীনা বিদেশমন্ত্রীকে স্পষ্ট জানিয়ে দেন, ‘লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলে (LAC) সৈন্যদের প্রত্যাহার না করা পর্যন্ত ভারত-চীন সম্পর্ক স্বাভাবিক হওয়ার সম্ভাবনা নেই ।’
জানা গেছে,চীনের বিদেশমন্ত্রী ওয়াং ই অজিত ডোভালের সঙ্গে দেখা করে তাঁকে চীন সফরের জন্য আমন্ত্রণ জানিয়েছেন । এই বিষয়ে এনএসএ’র তরফ থেকে ইতিবাচক প্রতিক্রিয়াও পাওয়া গেছে । তবে ভারত-চীন বর্তমান সমস্যা সমাধানের পর বেইজিং সফর করতে পারেন বলে অজিত ডোভালের তরফ থেকে চীনের বিদেশমন্ত্রীকে জানানো হয় ।।