প্রদীপ চট্টোপাধ্যায়,রায়না(পূর্ব বর্ধমান),১৩ মার্চ : প্রবল গতিতে যাওয়ার সময় বিকট শব্দ করে উলটে পড়ল যাত্রীবাহী বাস । জখম হয়েছে ২০ জন বাসযাত্রী । রবিবার দূর্ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার রায়না থানার মীরেপোতা বাজারে রাজ্য সড়ক পথে । স্থানীয় বাসিন্দারা ছুটে এসে উদ্ধার কাজে হাত লাগায় । পরে খবর পেয়ে পুলিশ এসে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে নিয়ে যায় । এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় ।
জানা গেছে, বর্ধমান আরামবাগ রুটের ওই বাসটি এদিন সকালে আরামবাগ থেকে বর্ধমান অভিমুখে যাচ্ছিলো । বাসটি রায়না থানার মীরেপোতা বাজারে রাজ্য সড়ক পথের পাশে একটি রাইস মিলের কাছে আসতেই বিকট শব্দ করে উলটে যায় । ঘটনার প্রত্যক্ষদর্শী আরিফ মুন্সির কথায়, ‘বাসটির গতিবেগ স্বাভাবিকের থেকে অনেকটাই বেশি ছিল । সেই সময় বাসটি বিকট শব্দ করে উলটে পড়ে । সম্ভবত চলন্ত অবস্থায় বাসের ইঞ্জিনের কোনও যন্ত্রাংশ ভেঙে গেছে । ফলে চালক আর নিয়ন্ত্রণ রাখতে পারেনি ।’
জানা গেছে,প্রবল গতির কারনে বর্ধমানমুখী বাসটির মুখ ঘুরে আরামবাগের দিকে হয়ে যায় । প্রথমে ওই রাইস মিলের কর্মীরা ছুটে এসে বাস যাত্রীদের উদ্ধারের কাছে হাত লাগায় । তাঁদের সঙ্গে স্থানীয় লোকজনও আহতদের উদ্ধারের পাশাপাশি প্রাথমিক শুশ্রুষার কাজে হাত লাগায় । আসে রায়না থানার পুলিশ । দূর্ঘটনার জেরে রাজ্য সড়কে বেশ কিছুক্ষনের জন্য যানজটের সৃষ্টি হয় । পরে পুলিশ দূর্ঘটনাগ্রস্থ বাসটিকে ক্রেনের সাহায্যে সরানোর ব্যাবস্থা করলে পরিস্থিতি স্বাভাবিক হয় ।।