এইদিন ওয়েবডেস্ক,দেরাদুন,১০ মার্চ : উত্তপ্রদেশ, উত্তরাখণ্ড,পাঞ্জাব ও গোয়ায় বিধানসভা নির্বানের গননা পর্ব শুরু হল । বৃহস্পতিবার সকাল ৯.৪৫ পর্যন্ত ট্রেন্ড অনুযায়ী উত্তরাখন্ডে ৪৪ টি আসনে আসনে এগিয়ে রয়েছে বিজেপি । কংগ্রেস ২০ টি আসনে এবং মায়াবতীর বহুজন সমাজ পার্টি একটি আসনে এগিয়ে রয়েছে ।
৭০ আসন বিশিষ্ট উত্তরাখণ্ড বিধানসভায় ভোট হয় ১৪ ফেব্রুয়ারী । মোট ৬৫.৪ শতাংশ ভোট পড়ে । এক্সিট পোলের একটি সমীক্ষায় দাবি করা হয়েছিল উত্তরাখণ্ড বিধানসভায় কোনও দলই ৩৬ আসনের প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা অতিক্রম করতে পারবে না । একটি সাম্প্রতিক এক্সিট পোল রাজ্যে কংগ্রেসের জন্য লজ্জাজনক পরাজয়ের পূর্বাভাস দিয়েছিল । কিন্তু প্রাথমিক ট্রেন্ড অনুযায়ী উত্তরাখণ্ডে ফের ক্ষমতা দখলের লক্ষ্যে এগুচ্ছে বিজেপি । দ্বিতীয় স্থানে দেখা যাচ্ছে কংগ্রেসকে ।
যদিও উত্তরাখণ্ডে কংগ্রেসের প্রাক্তন মুখ্যমন্ত্রী হরিশ রাওয়াত বলেন, ‘উত্তরাখণ্ডে কংগ্রেস পার্টির জয়ের ব্যাপারে আমি আত্মবিশ্বাসী । পরবর্তী ২-৩ ঘন্টার মধ্যে সবকিছু পরিষ্কার হয়ে যাবে । রাজ্যের মানুষের প্রতি আমার আস্থা আছে । আমি বিশ্বাস করি কংগ্রেস ৪৮ টির কাছাকাছি আসন পাবে ।’।