এইদিন ওয়েবডেস্ক,কাটোয়া(পূর্ব বর্ধমান),২০ ফেব্রুয়ারী : পুরভোট উপলক্ষে রবিবার কাটোয়ায় এসে বিরোধী ৩ দল বিজেপি,কংগ্রেস ও সিপিএমকে এক আসনে বসালেন রাজ্যের বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস । এদিন কাটোয়ার সংহতিমঞ্চে কাটোয়া পুরসভার ২০ ওয়ার্ডের প্রার্থীদের ও দলীয় কর্মীদের নিয়ে একটি সভা করেন মন্ত্রী । দলীয় কর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখার সময় তিনি তিন বিরোধী দলকে কটাক্ষ করে বলেন,’এখন বিজেপি, কংগ্রেস সিপিএম আলাদা কিছু নয় । যাহা সিপিএম তাহাই কংগ্রেস,আবার তাহাই বিজেপি । এই লড়াই হল জগাই,মাধাই, গদাইয়ের সঙ্গে উন্নয়নের লড়াই।’ সেই সঙ্গে কাটোয়ায় তাপবিদ্যুৎ প্রকল্পের কাজ শুরু না হওয়ায় কেন্দ্রের বিজেপি সরকারকে দায়ি করেছেন অরূপবাবু ৷ তিনি বলেন, ‘তাপবিদ্যুৎ প্রকল্পের জন্য আমাদের সরকার ২০১২ সালে ৮০০ একর জমি দিয়েছিল । কিন্তু এযাবৎ ইঁটও গাঁথতে পারেনি ।কাটোয়ার তাপবিদ্যুৎ কেন্দ্র চালু হলে এখানে অনেক মানুষের কর্মসংস্থান হত। আমি কেন্দ্রীয় সরকারের কাছে জানতে চাই এখনও কেন তাপবিদ্যুৎ প্রকল্পের কাজ এগোয়নি ?’ তাঁর কথায়, ‘ওরা (বিজেপি) উন্নয়ন করতে শেখেনি । মানুষে মানুষে কেবল বিভেদ লাগাতে শিখেছে । জঙ্গলের রাজত্ব গড়ে তুলেছে ।’ পাশাপাশি মানুষের কাছে গিয়ে তাঁদের সমস্যাগুলি শুনে তা দ্রুত নিষ্পত্তি করার জন্য দলীয় নেতা ও কর্মীদের উদ্যোগী হওয়ার পরামর্শ দেন অরূপবাবু ।
এদিকে মন্ত্রী অরূপ বিশ্বাসের ‘জগাই,মাধাই, গদাই’ মন্তব্য নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন পূর্ব বর্ধমানে বিজেপির সাংগঠনিক কাটোয়া জেলার সভাপতি গোপাল চট্টোপাধ্যায় । তিনি বলেন, ‘বিজেপি মহাপ্রভূ চৈতন্যদেবের আদর্শ নিয়ে চলে । বাংলার জগাই মাধাই হচ্ছে পিসি-ভাইপো-অনুব্রতরা । আমরা ক্ষমতায় আসার পর এদের শেখাবো গনতান্ত্রিক পরিবেশ কাকে বলে । চৈতন্যদেব যেমন জগাই-মাধাইকে মানুষ করেছিলেন তেমনি বিজেপি ক্ষমতায় এসে তৃণমূলকে মানুষ করবে ।’ সেই সঙ্গে গোপালবাবু দাবি করেন,কাটোয়ায় কংগ্রেস-তৃণমূল এক । পুরসভার ভোটে যদি কোনও কংগ্রেস প্রার্থী জিতে যায় তাহলে সে পরবর্তীকালে তৃণমূল যোগ দেবে । কাটোয়ায় তৃণমূল আর কংগ্রেসের নাটক চলছে বলে কটাক্ষ করেন বিজেপির জেলা সভাপতি ।।