এইদিন ওয়েবডেস্ক,চাঁচল(মালদা),১৮ ফেব্রুয়ারী : ক্রেতা সেজে বাইক চুরি চক্রের ২ পান্ডাকে হাতেনাতে পাকড়াও করল মালদা জেলার চাঁচল থানার পুলিশ । পুলিশ জানায়, ধৃতদের নাম রইসুউদ্দিন (২৯) ও খুরসেদ আলি ওরফে বুলু (৪৩) । ধৃতদের বাড়ি চাঁচল থানার নইকান্দা গ্রামে । ধৃতদের বাড়ি থেকে দুটি চোরাই বাইক উদ্ধার হয়েছে বলে জানিয়েছে পুলিশ । শুক্রবার ধৃতদের চাঁচল মহকুমা আদালতে তুলে ৫ দিনের জন্য নিজেদের হেফাজতে চেয়ে আবেদন জানায় পুলিশ । বিচারক ধৃতদের পুলিশ হেফাজত মঞ্জুর করেছেন ।
পুলিশ সুত্রে জানা গেছে,বেশ কিছুদিন ধরে এলাকায় বাইক চুরির ঘটনা ঘটছিল । বাইক চুরি চক্রের হদিশ পেতে গোপনে তদন্ত চালিয়ে যাচ্ছিল পুলিশ । তখন রইসুউদ্দিনও খুরসেদ আলির গতিবিধি সন্দেহজনক ঠেকে পুলিশের কাছে । কিন্তু পুলিশ তাদের বিরুদ্ধে কোনও প্রত্যক্ষ প্রমান পাচ্ছিল না । শেষে বৃহস্পতিবার গোপন সুত্র থেকে পুলিশের কাছে খবর আসে ওই দু’জন দুটি বাইক পাচারের মতলব করছে । তারপর বিকেল নাগাদ ক্রেতা সেজে সাধারন পোশাকে নইকান্দা গ্রামে হানা দেয় পুলিশের একটি দল । বাইকের দরদাম ঠিক হয় । পছন্দ হওয়ার ভান করে পুলিশ বাইক দুটির কাগজপত্র দেখতে চায় । কিন্তু তারা বাইকের কোনও বৈধ কাগজ দেখাতে না পারায় পুলিশ তাদের গ্রেফতার করে । আটক করা হয় বাইক দুটি ৷ পুলিশ জানিয়েছে,ধৃতরা আন্তঃরাজ্য বাইক পাচারকারী দলের সদস্য বলে জানা গেছে । বাইক দুটি তারা কোথা থেকে চুরি করে এনেছিল ও চক্রের আর কারা জড়িত তা জানতে ধৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ ।।