এইদিন ওয়েবডেস্ক,বাঁকুড়া,১৮ ডিসেম্বর : বাঁকুড়া জেলার বিষ্ণুপুর পুরসভার পুরপ্রধান তথা প্রাক্তন মন্ত্রী বর্ষীয়ান তণমূল নেতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বৃহস্পতিবার সন্ধ্যায় তৃণমূল ত্যাগের কথা ঘোষনা করেছিলেন । এই ঘোষনার অব্যবহিত পরেই একই পথে হাঁটলেন তাঁর অনুগামীরা । প্রাক্তন উপ পুরপ্রধান বুদ্ধদেব মুখোপাধ্যায়সহ ১২ জন তৃণমূল নেতা দল থেকে গন ইস্তফা দিলেন । এই ঘটনায় বিষ্ণুপুর পৌর এলাকায় সংখ্যালঘু হয়ে পড়লো শাসকদল শিবির । এদিকে এক সঙ্গে এত সংখ্যক নেতার দলত্যাগে চরম অস্বস্তিতে শাসকদল ।
জানা গেছে,ওই ১২ জন তৃনমূল নেতা জেলা তৃণমূল সভাপতির কাছে গন ইস্তফাপত্রটি পাঠিয়ে দিয়েছেন । তাতে লেখা হয়েছে, ‘বর্তমান পরিস্থিতিতে আমাদের প্রতি অবহেলা করা হয়েছে । এছাড়া সাংগঠনিক কাজ করতে দেওয়া হয়নি । তাই তারই প্রতিবাদে আমরা দল থেকে পদত্যাগ করলাম।’ ঐ চিঠিতে কেউ দীর্ঘ ৩৫ বছর উপ পুরপ্রধাননের দায়িত্ব সামলানোর কথা বলেছেন । আবার কেউ কেউ ১০ থেকে ২৫ বছরের কাউন্সিলর ছিলেন বলে দাবি করেছেন ।
ইস্তফাপত্রে পর্যায়ক্রমে প্রাক্তন উপ-পুরপ্রধান বুদ্ধদেব মুখোপাধ্যায়, রবিলোচন দে, শ্রীকান্ত বন্দ্যোপাধ্যায়, মমতা কুণ্ডু (৮ নম্বর ওয়ার্ড), আনন্দ রায়, উদয় ভকত, সিদ্ধেশ্বর ধীবর, সন্ধ্যা দাস, রাখী ক্ষেত্রপাল, মমতা কুণ্ডু, গোপা মুখোপাধ্যায় ও চৈতালী চৌধুরী দাসের স্বাক্ষর রয়েছে । সব শেষে তাঁদের এই ইস্তফা দ্রুত কার্যকর করার জন্য তৃনমুলের জেলা সভাপতির কাছে আবেদন জানানো হয়েছে ।
দলত্যাগের বিষয়ে বুদ্ধদেব মুখোপাধ্যায় বলেন, ‘২০১১ সালের পর থেকে আমরা তৃনমূলেই ছিলাম । কিন্তু আমাদের কাজ করতে দেওয়া হয়নি । তাই এই সিদ্ধান্ত নিতে হল । এরপর আমরা বিজেপিতে যোগদান করব ।’ পাশাপাশি তিনি বলেন, ‘আমরা যা কিছু করছি শুভেন্দুবাবুর সাথে কথা বলেই করছি।’
এদিকে তৃনমূল নেতাদের বিজেপির যোগদানের বিষয়ে কিছু জানা নেই বলে জানিয়েছেন বিজেপির সাংগঠনিক বিষ্ণুপুর জেলার সভাপতি হরকালি প্রতিহার । যদিও তিনি বলেন, ‘দলের শীর্ষ নেতৃত্ব যা বলবেন তাই করবো ।’