এইদিন ওয়েবডেস্ক,বাঁকুড়া,০১ জানুয়ারী : বিপরীত দিক থেকে আসা একটি পিক আপভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ এড়াতে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উলটে পড়ল একটি মদ বোঝাই গাড়ি । দূর্ঘটনায় আহত হয় গাড়ির চালক ও খালসি । সেই সঙ্গে ভেঙে যায় প্রচুর মদের বোতলও । এদিকে নতুন বছরের প্রথম দিনেই এহেন ‘সুবর্ণ সুযোগ’ হাতছাড়া করেনি এলাকার সুরাপ্রেমীর দল । তারা আহত চালক ও খালাসির সামনেই কার্যত মদের বোতল লুটপাট চালায় বলে অভিযোগ । শনিবার সকালে দূর্ঘটনাটি ঘটেছে বাঁকুড়া জেলার বিষ্ণুপুর থানার বন কামারপুকুর এলাকায় । পরে খবর পেয়ে দূর্ঘটনাস্থলে পুলিশ বাহিনী যায় । তবে তার আগেই দু’চারটে করে মদের বোতল বগলদাবা করে চম্পট দেয় লুন্ঠনকারীরা ৷ শেষে পুলিশ আহতদের বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করে ।
স্থানীয় সূত্রে জানা গেছে,এদিন সকালে একটি মদ বোঝাই ৪০৭ গাড়ি কলকাতা থেকে বাঁকুড়ার দিকে যাচ্ছিল । গাড়িটি বিষ্ণুপুর থানার বন কামারপুকুরের কাছে আসতেই দূর্ঘটনার কবলে পড়ে । ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, মদের গাড়িটি প্রবল গতিতে যাওয়ার সময় বিপরীত দিক থেকে পিকআপ ভ্যানটি চলে আসে । মুখোমুখি সংঘর্ষ এড়াতে মদের গাড়ির চালক গাড়িটি রাস্তার বাম দিকে ঘোরাতে গেলে উলটে পড়ে ।
জানা গেছে,সেই সময় সড়ক পথের আশপাশে পিকনিক করতে গিয়েছিল কয়েকটি দল । দূর্ঘটনার পর তারা ছুটে মদের গাড়ির চালক ও খালাসিকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে । ইতিমধ্যে বিষ্ণুপুর থানার পুলিশও চলে আসে । পরে পুলিশ আহতদের উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায় ।
অভিযোগ, পুলিশ আসার আগেই এলাকার সুরাপ্রেমীদল দূর্ঘটনাস্থলে পৌঁছে গিয়ে প্রথমে মদ গলাধকরণ করতে শুরু করে । তারপর তারা একে একে মদের বোতল বগলদাবা করতে থাকে । এভাবে বেশ কিছুক্ষণ ধরে চলে লুটপাট । শেষে দূর্ঘটনাস্থলে পুলিশ গেলে চম্পট দেয় সুরাপ্রেমী লুণ্ঠনকারীরা। যদিও প্রতিবেদন লেখা পর্যন্ত এনিয়ে থানায় কোনও নির্দিষ্ট অভিযোগ দায়ের করা হয়নি বলে জানা গেছে ৷।