দিব্যেন্দু রায়,কাটোয়া(পূর্ব বর্ধমান),২৭ ডিসেম্বর : নিষিদ্ধ কোডাইন সিরাপসহ দুই মাদক পাচারকারীকে গ্রেফতার করল পূর্ব বর্ধমান জেলার কাটোয়া থানার পুলিশ ৷ পুলিশ জানিয়েছে,ধৃতদের নাম সুকান্ত মণ্ডল(২৭) ও সুকুমার লামা(৩২) ওরফে নেপালী । ধৃতদের মধ্যে প্রথমজন মেমারি থানার ছোটকাঁদা এলাকার বাসিন্দা । নেপালীর বাড়ি শক্তিগড় থানার উত্তর বাজারে । গোপন সুত্রে খবর পেয়ে রবিবার গভীর রাতে কাটোয়া-মালডাঙ্গা রোডে সিঙ্গি মোড় থেকে বমাল ধরে ফেলে পুলিশ । উদ্ধার হয় প্রায় ২ কেজি কোডাইন সিরাপ । ধৃতদের মধ্যে নেপালী একজন দাগি দুষ্কৃতি বলে পুলিশের খাতায় চিহ্নিত ৷ চুরি, ছিনতাই, মাদকপাচারসহ ২৭ টি গুরুতর অভিযোগে তাঁর বিরুদ্ধে মামলা চলছে । এছাড়া গভীর রাতে জাতীয় সড়কে মহিলা সেজে দাঁড়িয়ে থেকে সাহায্যের নামে চালকদের বোকা বানিয়ে গাড়ি হাইজ্যাক করে পালানোরও অভিযোগ রয়েছে সুকুমার লামা ওরফে নেপালীর বিরুদ্ধে ।
পুলিশ সুত্রে খবর,রবিবার গভীর রাতে একটি বোতল ভর্তি কোডাইন সিরাপ নিয়ে পাচারের উদ্দেশ্যে একটি বাইকে চড়ে দু’জন দাঁইহাটের দিকে যাচ্ছিল । পুলিশ আগাম খবর পেয়ে যাওয়ায় সেখানে হানা দেয় । দুই দুষ্কৃতি পালিয়ে যাওয়ার চেষ্টা করলেও শেষ পর্যন্ত ধরা পড়ে যায় । প্রাথমিকভাবে পুলিশ জানতে পেরেছে,সুকান্ত মণ্ডল অনেক আগে থেকেই মাদকপাচারে যুক্ত ছিল । সম্প্রতি সে সুকুমার লামার সঙ্গে যৌথভাবে মাদক পাচারের ব্যাবসা শুরু করেছিল । তার ছাড়া আর কেউ এই চক্রে যুক্ত কিনা জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ ।।