এইদিন ওয়েবডেস্ক,ইংরেজবাজার(মালদা),১৮ ডিসেম্বর : ফলের ক্রেট চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ল এক যুবক । ঘটনার পর ক্ষিপ্ত ব্যাবসায়ীরা যুবককে গনধোলাই দিতে শুরু করে। খবর পেয়ে পুলিশ গিয়ে তাঁকে উদ্ধার করে নিয়ে যায় । শনিবার সকাল ১১ টা নাগাদ ঘটনাটি ঘটেছে মালদা জেলার ইংরেজবাজার থানার অন্তর্গত আম বাজার এলাকায় । ঘটনা ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায় । পুলিশ যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ করছে ।
আম বাজারের ফল ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি গৌতম কুমার সাহা বলেন,’২-৩ দিন অন্তর আমাদের বাজারে চুরির ঘটনা ঘটছে । কখনও ফলের ক্রেট,তো কখনও স্মার্ট ফোন বা মোটরসাইকেল চুরি হয়ে যাচ্ছে । দিন কয়েক আগে একটা টোটো পর্যন্ত চুরি হয়ে গেল । এদিনও এক ব্যাবসায়ীর ফলের ক্রেট চুরি করতে গেলে আমরা এক যুবককে ধরে পুলিশের হাতে দিলে দিই ।’ তিনি বলেন, ‘এভাবে লাগাতার চুরির কারনে আমরা খুব চিন্তার মধ্যে আছি । আমাদের প্রচুর ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে । মনে হচ্ছে এর পিছনে একটা বড়সড় চক্র আছে ।’
তাঁর অভিযোগ,’প্রতি সপ্তাহেই এরকম চুরির ঘটনা লেগেই রয়েছে । চুরি রোখার জন্য এযাবৎ কমপক্ষে ১০ বার পুলিশ প্রশাসনের কাছে আমরা আবেদন জানিয়েছি । কিন্তু প্রশাসন কোনও পদক্ষেপই নিচ্ছে না । আমাদের আবেদন চুরি রুখতে যথাযথ ব্যাবস্থা নিক পুলিশ প্রশাসন ।’পুলিশ জানিয়েছে,কি উদ্দেশ্যে ওই যুবক এদিন আম বাজার এলাকায় ঘোরাঘুরি করছিল তা জানার চেষ্টা চলছে ।।