এইদিন ওয়েবডেস্ক,আলিগড়,১৬ ডিসেম্বর : অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমীনের(All India Majlis-e-Ittehadul Muslimeen)-এর জাতীয় সভাপতি তথা হায়দরাবাদের সাংসদ আসাদউদ্দিন ওয়াইসিকে (Asaduddin Owaisi) ভারতের প্রধানমন্ত্রী বানানোর এক অভিনব পন্থা বাতলে দিলেন তাঁরই দলের এক নেতা । আর এই নেতা হলেন স্বয়ং এআইএমআইএমের আলিগড় জেলা সভাপতি গুফরান নূর । সম্প্রতি গুফরানের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ক্রমশ ভাইরাল হচ্ছে । যাতে মুসলমানদের বেশি বেশি করে সন্তান নেওয়ার পরামর্শ দিতে দেখা যাচ্ছে তাঁকে । বেশি সন্তান নেওয়ার কারন হিসাবে তিনি বেশ কিছু যুক্তিও পেশ করেছেন ।
ভারতের জনসংখা প্রায় দেড়’শ কোটি ছুঁই ছুঁই । তাই দেশে জনসংখ্যা নিয়ন্ত্রণ আইন আনার দাবি উঠছে । আর এদিকে এআইএমআইএম নেতা গুফরান নূরকে স্বধর্মাবলম্বীদের আরও বেশি বেশি করে সন্তান নেওয়ার পরামর্শ দিতে দেখা যাচ্ছে । গুফরান নূরের কথায়, ‘মুসলমানরা যদি বেশি সন্তান উৎপাদন না করে তাহলে আমাদের সম্প্রদায় ভারত শাসন করবে কীভাবে ? আসাদউদ্দিন ওয়াইসি সাহেব কিভাবে প্রধানমন্ত্রী হবেন ? শওকত আলী সাহেব কিভাবে ইউপির মুখ্যমন্ত্রী হবেন ? আমাদের সন্তান না হওয়া পর্যন্ত আমরা কীভাবে দেশ শাসন করব ?’
ভাইরাল হওয়া ভিডিওতে গুফরান নূর বলছেন, ‘এসপি, বিএসপি, কংগ্রেসের লোকেরা যখন তাদের বক্তৃতা শুরু করে তারা আমাদের বিজেপির জুজু দেখায় । প্রথমে এখানে একটি পার্থক্য করুন । আমরা মুসলিম সম্প্রদায়ের মানুষ কি বিশ্বাস ও সব দিক থেকে নিচে নেমে যাইনি ? আমাদের ইসলামের মানুষ এখন বলছেন সন্তান নিও না । এক সন্তান ভালো, দুই সন্তান ভালো । আরে, ছেলেমেয়ে না থাকলে আমরা দেশ শাসন করব কী করে ? আমাদের ওয়াইসি সাহেব কিভাবে প্রধানমন্ত্রী হবেন ? আমাদের ভোট না থাকলে শওকত সাহেব কিভাবে মুখ্যমন্ত্রী হবেন? দলিতদের সন্তান ধারণ বন্ধ করতে ভয় দেখানো হচ্ছে, মুসলমানদের সন্তান উৎপাদন বন্ধ করতে ভয় দেখানো হচ্ছে । কেন সন্তান নেওয়া বন্ধ করব ?’
উল্লেখ্য,আসন্ন উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে ১০০ টি আসনে প্রার্থী দিতে চলেছে আসাদউদ্দিন ওয়াইসির দল অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমীন । মূলত ইউপির মুসলিম সম্প্রদায় বহুল আসনগুলিকে প্রার্থী দেবে মিম । আর সেই কারনে মুসলিম অধ্যুষিত বিধানসভা কেন্দ্রগুলিতে বেশি বেশি করে জনসভা করছেন আসাদউদ্দিন ওয়াইসি । প্রতিটি জনসভায় ওয়াইসি নিজেকে মুসলমানদের সবচেয়ে বড় নেতা হিসেবে তুলে ধরার চেষ্টা চালিয়ে যাচ্ছেন । এদিকে এআইএমআইএম মুসলমানদের কাছে আবেদন রাখছে, তারা যদি দেশের ক্ষমতায় অংশগ্রহন করতে চায় তাহলে তাদের নিজ সম্প্রদায় থেকে নেতা নির্বাচন করতে হবে । কিন্তু ইউপির মুসলমানরা এসপির দিকে বেশি ঝুঁকে । তাই ইউপির নির্বাচনে মূলত অখিলেশ যাদবকে টার্গেট করছে ওয়াইসির দল ।।