এইদিন ওয়েবডেস্ক,কিনশাসা(কঙ্গো),১০ জুন : পূর্ব কঙ্গোতে সন্ত্রাসবাদী সংগঠনের জঙ্গিরা ছুরি ও বন্দুক নিয়ে হামলা চালিয়ে ৯ জন নিরীহ গ্রামবাসীকে হত্যা করেছে । বৃহস্পতিবার সন্ধ্যায় কঙ্গোর উত্তর কিভু প্রদেশের কিওন্দো-ক্যাভিনিয়ঞ্জে সড়কে এই হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন রুয়েনজোরি সেক্টরের কঙ্গোলি নাগরিক সমাজ গ্রুপের সমন্বয়কারী মেলেকি মুলালা । সাধারণ মানুষদের হত্যা করার আগে তাদের বাড়িঘর থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল এবং অনেক বাড়ি লুট করা হয়েছিল । কিন্তু মানুষ এখনো নিখোঁজ রয়েছে, ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি ।
মেলেকি মুলালা জানিয়েছেন,ইসলামিক স্টেট (আই এস আই এস) গোষ্ঠীর সাথে সম্পর্ক যুক্ত মিত্র গণতান্ত্রিক বাহিনীর (Allied Democratic Forces) জঙ্গিরাই এই হামলা চালিয়েছে । সাম্প্রতিক সময়ে গোষ্ঠীটি গোমা এবং প্রতিবেশী ইতুরি প্রদেশেও তাদের আধিপত্য বিস্তার করেছে ।
উল্লেখ্য, পূর্ব কঙ্গোতে কয়েক দশক ধরে সংঘাত চলছে, যেখানে ১২০ টিরও বেশি সশস্ত্র দল পরস্পরের সাথে লড়াই করছে,বেশির ভাগই মূল্যবান খনিজ সম্পদ নিয়ে । জমি ও খনি নিয়ন্ত্রণের জন্য ওই দলগুলি প্রায়ই সংঘর্ষে জড়িয়ে পড়ে । পাশাপাশি এমন কিছু দল আছে যেগুলি নিজেদের সম্প্রদায়কে রক্ষা করার জন্য গঠন করা হয়েছে ।
গত এপ্রিল থেকে এযাবৎ এডিএফের হামলায় কমপক্ষে ৩৭০ জন বেসামরিক লোক নিহত হয়েছে । জাতিসংঘের মতে উল্লেখযোগ্য সংখ্যক শিশু সহ কয়েকশ লোককে অপহরণ করেছে ওই গোষ্ঠীটি । সোমবার, কঙ্গোর কর্তৃপক্ষ জানিয়েছে যে গত সপ্তাহে উত্তর কিভু প্রদেশে এডিএফের হামলায় অন্তত ১৭ জন নিহত হয়েছে ।।

