এইদিন ওয়েবডেস্ক,মালদা,৩১ মার্চ : ২৭ এপ্রিল সপ্তম দফায় ভোট হতে চলেছে মালদা জেলার হরিশ্চন্দ্রপুর বিধানসভায় । তার আগেই শাসকদলের সংখ্যালঘু ভোট ব্যাঙ্কে থাবা বসালো বিজেপি । তৃণমূল সমর্থক প্রায় ৭৫ টি পরিবার বিজেপিতে যোগদান করেছে বলে দাবি করেছে স্থানীয় বিজেপি নেতৃত্ব ৷ বুধবার হরিশ্চন্দ্রপুরে বিজেপির দলীয় কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দেন হরিশ্চন্দপুর-দক্ষিন মন্ডলের বিজেপি সভাপতি রুপেশ আগরওয়াল । এদিকে এই যোগদানকে ভুয়ো বলে দাবি করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব ।
বিজেপি নেতা রুপেশ আগরওয়াল বলেন, ‘আজ হরিশ্চন্দ্রপুরের বিভিন্ন বুথ থেকে ৭৫ টি সংখ্যালিঘু সম্প্রদায়ভুক্ত পরিবার বিজেপিতে যোগদান করল । আজ সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ বুঝতে পেরেছেন বিজেপি ‘সবকা সাথ,সবকা বিকাশ ও সবকা বিশ্বাস’ এই আদর্শে চলে । ওনারা আজ এটা বুঝতে পেরেছেন বলেই দলে দলে বিজেপিতে যোগদান করছেন ।’
অন্যদিকে হরিশ্চন্দ্রপুর-১ ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি মানিক দাস এই যোগদানকে মিথ্যাচার বলে উড়িয়ে দিয়েছেন । তাঁর দাবি, ‘যে বুথ থেকে যোগদানের কথা বলা হচ্ছে সেখানে সর্বসাকুল্যে ২২ টি সংখ্যালঘু পরিবার থাকে । আমাদের নেত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় মুসলমান সম্প্রদায়ের জন্য এত কিছু করেছেন যে তাঁরা অন্য কোথাও যাবেন না । বিজেপি প্রচারে আসার জন্যই নিজেদের লোকেদের নিয়ে যোগদানের নাটক করছে ।’ পাশাপাশি তিনি দাবি করেন, হরিশ্চন্দ্রপুর বিধানসভা আসনটিতে নিশ্চিতভাবে তৃণমূল জয়লাভ করবে । বিজেপি তৃতীয় বা চতুর্থ স্থানে থাকবে বলে তিনি দাবি করেন।।