এইদিন ওয়েবডেস্ক,ঢাকা,১০ আগস্ট : বাংলাদেশের জামালপুর জেলে দুই জঙ্গি গোষ্ঠীর সংঘর্ষে ৬ জনের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে । এই সংঘর্ষে জেলা কারাগারের ৭ জন কারারক্ষী আহত হয়েছে । মৃত জঙ্গিরা সকলেই জামালপুর সদর উপজেলার বাসিন্দা । তারা হল আরমান, রায়হান, শ্যামল, ফজলে রাব্বি বাবু, জসিম এবং রাহাত। জামালপুর জেলা কারাগারের জেলার আবু ফাত্তাহ জানান, বৃহস্পতিবার বিকেলে জেলখানার ভেতরে দুই বন্দী গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বেধে যায়। এই সংঘর্ষে ৬ বন্দী মারা যান। তবে কীভাবে তাদের মৃত্যু হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু বলেননি তিনি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পর, বন্দীরা জেলারকে আটক করে মারধর করে এবং জেল থেকে পালানোর চেষ্টা করে বলেও জানান জেলার।
জেলখানার ভেতরের দুটি ভবন, জেলারের অফিস এবং একটি প্রধান ফটক ভাঙচুর করে জঙ্গিরা ।এছাড়াও জেলখানার বিভিন্ন স্থানে আগুন ধরিয়ে দেয় এবং ১৪ জন কারারক্ষীকে পনবন্দি করে। এক পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কারারক্ষীরা গুলি চালাতে বাধ্য হয় । পরিস্থিতি মোকাবেলায় জেলে সেনাবাহিনী, র্যাব, পুলিশ এবং ফায়ার সার্ভিস মোতায়েন করা হয়। পরে রাতেই পনবন্দিদের উদ্ধার করা হয় এবং ভোর ৩ টা নাগাদ পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছেন জেলার ।
আহত বন্দীদের মধ্যে ৪ জনকে এবং ৩ জন কারারক্ষীকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল ও জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার সময় কোনও বন্দী পালিয়ে যেতে পারেনি বলে নিশ্চিত করেছেন জেলার। জেলার আরও জানান, ক্ষতিগ্রস্ত ফটক ও জেলখানার ভেতরের অন্যান্য স্থাপনার মেরামতের কাজ শুরু করেছে গণপূর্ত বিভাগ। উল্লেখ্য, বর্তমানে জামালপুর জেলা কারাগারে ৬৬৯ জন বন্দী রয়েছেন, যাদের মধ্যে ১০০ জন সাজাপ্রাপ্ত । যদিও জেলে কোন জঙ্গি কারাবন্দি থাকার কথা অস্বীকার করেছে কর্তৃপক্ষ।।