এইদিন ওয়েবডেস্ক,হাওড়া,২০ জুলাই : এরাজ্যে ফের মদ্যপানে মৃত্যুর ঘটল । পূর্ব বর্ধমানের পর এবার ঘটনাস্থল হাওড়ার মালিপাঁচঘড়া থানা এলাকার ঘুসুড়ি এলাকা । ইতিমধ্যেই ৬ জনের মৃত্যু হয়েছে বলে খবর । গুরুতর অসুস্থ ২০ জন হাসপাতালে চিকিৎসাধীন । মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে । এদিকে একের পর এক মৃত্যুর ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায় । যে দোকান থেকে মদ কিনেছিলেন মৃত ও অসুস্থ ব্যক্তিরা ক্ষিপ্ত জনতা বুধবার সকালে সেই দোকানে ব্যাপক ভাঙচুর চালায় । পুলিশ মদ বিক্রেতা প্রতাপ কর্মকারকে গ্রেফতার করেছে বলে জানা গেছে । মদের দোকানটিকে সিল করে দিয়েছে পুলিশ ।
স্থানীয় সুত্রে খবর,ঘুসুড়ি এলাকায় বহুদিন ধরেই মদের ঠেক চালিয়ে আসছেন প্রতাপ কর্মকার । সন্ধ্যে হতেই সেখানে মদপানের জন্য ভিড় জমতো । মঙ্গলবারও বেশ কিছু মানুষ সেখানে মদ্যপান করতে গিয়েছিলেন । কিন্তু তাঁরা বাড়ি ফিরে আসতেই অসুস্থ বোধ করতে শুরু করে । এরপর সকলকে হাসপাতালে ভর্তি করা হয় । কিন্তু এদিন ভোরের দিকে ৬ জন চিকিৎসাধীন অবস্থায় মারা যান । আর মৃত্যুর খবর চাওড় হতেই মদে বিষক্রিয়ার অভিযোগ তুলে ভাঙচুর করে ক্ষিপ্ত জনতা । পুলিশ জানিয়েছে, মৃত্যুর কারন তদন্ত করে দেখা হচ্ছে ।।