দিব্যেন্দু রায়,ভাতার(পূর্ব বর্ধমান),২৭ ডিসেম্বর : মজে যাওয়া শুকনো কালভার্টের নিচে সন্তান প্রসব করেছিল দুই পথ কুকুর । ভোরের দিকে খাবারের সন্ধানে বেড়িয়ে পড়েছিল দুই কুকুর মা । তাদের মধ্যে একজন ফিরে এসে দেখে হঠাৎ আসা জলে ভর্তি হয়ে গেছে কালভার্টের নিচের নালা । শাবকদের বাঁচাতে স্থানীয় এক যুবকের কাছে কুকুরটি এসে আকুতি জানায় । কিন্তু যুবক তার শাবকদের বাঁচাতে সক্ষম হয়নি । শেষে কুকুর মা নিজেই সামনের দু’পা দিয়ে কালভার্টের নিচে অনেক খোঁড়াখুঁড়ি করে তার শাবকদের বাঁচানোর মরিয়া চেষ্টা করে । কিন্তু সে ব্যর্থ হয় । মঙ্গলবার সকালে পূর্ব বর্ধমান জেলার ভাতার বাজারে পুরনো বিডিও অফিসের সামনে এই দৃশ্য দেখে মন ভারাক্রান্ত হয়ে যায় পথ চলতি মানুষের ।
ভাতার বাজারে পুরনো বিডিও অফিসের সামনে সুকান্তপল্লির শিব মন্দিরের পিছনেই রয়েছে ওই কালভার্টটি । মজে যাওয়া ওই কালভার্টের নিচে নালাতে বর্ষায় জল জমলেই বছরের বাকি সময় সাধারণত শুকনোই থাকে । শিতকালে জল পুরোপুরি শুকিয়ে যায় । সুকান্তপল্লির বাসিন্দা গৃহবধূ অনু মজুমদার বলেন,’আমাদের পাড়ায় দুটি স্ত্রী পথ কুকুর থাকে । তারা ওই কালভার্টের নিচে ৬ টি শাবক প্রসব করেছিল । কিন্তু আমরা জানতাম না যে পাশের পূর্ত দফতরের স্ট্যাকইয়ার্ডের পুকুরটির জল তুলে ওই নালাতে ফেলা হচ্ছে । জানলে কুকুর শাবকগুলিকে আগেই নিরাপদ জায়গায় সরিয়ে দিতাম ।’
দেখুন ভিডিও
জানা গেছে,রাতে শাবকদের সঙ্গেই ছিল দুই কুকুর মা । কিন্তু তারা ভোরের দিকে সন্তানদের রেখে খাবারের সন্ধানে বের হয়েছিল । এদিকে পূর্ত দপ্তরের পুকুরের জল মেশিন দিয়ে তুলে ফেলার কাজ শুরু করে দপ্তরের কর্মীরা । সেই জল কালভার্টের নালাতে ফেলা হতে থাকে । ততক্ষণে এই কুকুর মা চলে আসে সেখানে । সে প্রথমে জলভর্তি নালা থেকে সন্তানদের উদ্ধারের চেষ্টা চালায় ।
স্থানীয় বাসিন্দা বিট্টু মজুমদার বলেন,’ওই কালভার্টের উলটো দিকেই আমার বাড়ি । সকালে উঠে দেখি কুকুরটা খোঁড়াখুঁড়ি করছে । আমি কাছে যেতেই কুকুরটা আমার কাছে ছুটে আসে । আমার প্যান্ট মুখে করে ধরে টানাটানি করে কিছু একটা বলার চেষ্টা করে । বিষয়টি বুঝতে পেরে আমি তার সন্তানদের বাঁচানোর চেষ্টা করি । কিন্তু ততক্ষণে কালভার্টের সঙ্কীর্ণ মজে যাওয়া নালা জলে ভর্তি হয়ে যাওয়ায় কুকুর শাবকগুলিকে বাঁচাতে পারিনি । পরে সন্তানদের বাঁচানোর জন্য কুকুরটি বেশ কিছুক্ষণ চেষ্টা করে । কিন্তু সে তার শাবকদের উদ্ধার করতে পারেনি ।’।